খবর অনলাইন: অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে খুন হলেন দুই সাংবাদিক। একজন বিহারে, অন্যজন ঝাড়খণ্ডে। শুক্রবার সন্ধায় বিহারের সিওয়ানে হিন্দি পত্রিকা ‘হিন্দুস্তান’-এর চিফ অব ব্যুরো রাজদেও রঞ্জন খুন হন। তাকে বাজারের মধ্যে মাথায় গুলি করে দুষ্কৃতীরা পালায়। ঝাড়খণ্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার চাতরায়। ‘তাজা টিভি’র রিপোর্টার অখিলেশ প্রতাপ সিংহ ওরফে ইন্দ্রদেব যাদব দুষ্কৃতীদের গুলিতে নিহত হন।
সিওয়ানে আরজেডি নেতা সাহাবুদ্দিনের খাসতালুক। খুনের মামলায় সাহাবুদ্দিন বন্দি থাকলেও স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁর অজ্ঞাতে এখানে কিছু হয় না। তাই রাজদেও রঞ্জনের খুন নিয়ে খুবই বিব্রত নীতীশ কুমার। এর আগে তাঁর দলের বিধায়ক-পুত্রের কীর্তি তাঁকে বিপাকে ফেলেছে। তার রেশ কাটতে না কাটতেই সাংবাদিক-হত্যা। অবিলম্বে দোষীদের ধরতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিহারে সাংবাদিক-হত্যা নিয়ে বিজেপি সরব হলেও তারা নিজেরা বিপাকে পড়ে গেছে তাদের শাসিত ঝাড়খণ্ডেও সাংবাদিক-হত্যার ঘটনা ঘটায়। এখানেও মুখ্যমন্ত্রী রঘুবর দাস দোষীদের ধরতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
সাংবাদিক হত্যার ঘটনা আলোড়ন তুলেছে দুই রাজ্যে। দু’টি খুনেই দুষ্কৃতীরা অধরা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।