হেগ: জনপরিষেবায় নজির গড়ার জন্য রাষ্ট্রসঙ্ঘে পুরস্কৃত হল ‘কন্যাশ্রী’ প্রকল্প। বিশ্বের ৬২টি দেশের ৫৫২টি জনপরিষেবামূলক প্রকল্পের মধ্যে সেরার শিরোপা জিতে নিয়েছে রাজ্যের এই প্রকল্প।
শুক্রবার হেগে, রাষ্ট্রসঙ্ঘের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই পুরস্কার তুলে দেন রাষ্ট্রসঙ্ঘের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল।বিভিন্ন দেশের কল্যাণমূলক প্রকল্পের জন্য দেওয়া হয় এই ‘ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’।
মুখ্যমন্ত্রী এই পুরস্কারকে রাজ্যে এবং দেশবাসীকে উৎসর্গ করেছেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় কন্যাশ্রী প্রকল্প। ইতিমধ্যে যে প্রকল্পের আওতায় ৪০ লক্ষ ছাত্রী। ইউনেস্কোর তরফেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রকল্পকে। রাজ্যে ১৬,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পকে বাস্তবায়িত করা হয়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।