কাল পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ৫৩ আসনে ভোট

0

খবর অনলাইন: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ কাল শনিবার। প্রথম দফায় দু’ দিন ভোট হওয়ায় দিনের হিসেবে কাল রাজ্যের নির্বাচনের ষষ্ঠ দিন। শনিবার কলকাতার বাকি কেন্দ্র, দক্ষিণ ২৪ পরগণা ও হুগলি জেলা মিলিয়ে মোট ৫৩টি আসনে ভোট নেওয়া হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে নিরাপত্তার ব্যাপক ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন এলাকার কুখ্যাত সমাজবিরোধীদের পুলিশের কড়া নজরে রাখার ব্যবস্থা হয়েছে।

কালই ভোটের সব চেয়ে গুরুত্বপূর্ণ দিন বলা যায়। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারিত হবে কাল। এ ছাড়াও তাঁর মন্ত্রিসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্যের কেন্দ্রেও আগামী কাল ভোট। এঁরা হলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মনীশ গুপ্ত। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, তৃণমূলের ট্রেড ইউনিয়ন নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের ভাগ্যও কাল নির্ধারিত হবে। কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি ও আব্দুল মান্নান, সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও রবীন দেবের আসনেও কাল ভোট। উল্লেখ্য, যে সিঙ্গুর ২০১১-এর ভোটে নির্ণায়ক হয়ে উঠেছিল, সেই সিঙ্গুর কেন্দ্রেও ভোট কাল।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন