খবর অনলাইন: মামলার পাহাড় জমে ওঠা ঠেকাতে আরও বিচারপতি নিয়োগের বিষয়টি সক্রিয় ভাবে বিবেচনার আশ্বাস দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরামর্শ দিয়েছেন, বিচারবিভাগের উচিত ছুটি কাটানো কমিয়ে দেওয়া। জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতি টি এস ঠাকুর বলেছেন, “আমরা মানালি যাই না।”
দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের বিচারপতিদের সম্মেলনে কী সিদ্ধান্ত হল রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানাচ্ছিলেন বিচারপতি ঠাকুর। সেই সময় প্রধানমন্ত্রীর পরামর্শের প্রসঙ্গটি তোলা হলে তিনি বলেন, “আমরা মানালি যাই না। সাংবিধানিক বেঞ্চের বিচারকরা নির্দেশনামা লেখেন…. যখন এক পক্ষ প্রস্তুত থাকেন, তখন আরেক পক্ষ থাকেন না। আইনজীবীদের জিজ্ঞাসা করুন তো তাঁরা ছুটি ছাঁটাই করতে প্রস্তুত আছেন কি না।”
বিচারপতি ঠাকুর জানান, হাইকোর্ট-সহ দেশের উচ্চ আদালতগুলিতে বিচারক নিয়োগের ব্যাপারটি পরিচালিত করতে যে সংশোধিত পদ্ধতিগত নথিপত্র তৈরি করা হয়েছে, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাদের মতামত আগামী সপ্তাহে সরকারকে জানাবে। প্রধান বিচারপতি ও শীর্ষ আদালতের চার সিনিয়ার বিচারপতিকে নিয়ে এই কলেজিয়াম গঠিত।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।