খবর অনলাইন : দুপুরে মহিলাদের দল, রাতে পুরুষদের দল। রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় বারের জন্য টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট শুরুতেই বিপদে পড়ে ইংল্যান্ড। ২৩/৩, এই অবস্থা থেকে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান বাটলার-রুটের জুটি। বাটলার ২২ বলে ঝড়ো ৩৬ করেন। তিনি আউট হতে ইংল্যান্ডকে ধরে রাখেন জো রুট। তাঁর ব্যাট থেকে বেরোয় ৩৬ বলে ৫৪। ইংল্যান্ড ২০ ওভারে করে ১৫৫/৯। সর্বোচ্চ জো রুটের ৩৬ বলে ৫৪। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানের মধ্যেই তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মার্লন স্যামুয়েলস আর দোয়েন ব্রাভো উইকেটে টিকে থাকলেও আস্কিং রেট ক্রমশ বেড়ে যাচ্ছিল। অর্ধশতরান করার পর গিয়ার চেঞ্জ করেন স্যামুয়েলস। তবে শেষ ওভারের শুরু পর্যন্ত ম্যাচ ইংল্যান্ডেরই ছিল। শেষ ওভারে দরকার ১৯, এই অবস্থায় বল হাতে নেন ইংল্যান্ডের বেন স্টোক্স। ওভারের প্রথম চার বলে চারটে পর পর ছয় মেরে ওয়েস্ট ইন্ডিজকে রুদ্ধশ্বাস জয় এনে দেন কার্লস ব্রাথওয়েট। ৮৫ করে ম্যাচের সেরা স্যামুয়েলস। বিরাট কোহলি টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হন।
অন্য দিকে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে প্রথম বারের মতো মহিলা টি-২০ বিশ্বকাপ দখল করল ওয়েস্ট ইন্ডিজের মহিলা দল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ১৪৮/৫। জবাবে তিন বলে বাকি থাকতে জয়ের টার্গেটে পৌঁছে যায় ক্যারিবিয়ান মেয়েরা। ৪৫ বলে ৬৬ করে ম্যাচের সেরা হেলে ম্যাথিউজ।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।