উইসকনসিনে পুনর্গণনার সিদ্ধান্তকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে তাঁর জয়কে সম্মান জানানো উচিত, চ্যালেঞ্জ বা অবমাননা করা উচিত নয়। গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের আবেদন ক্রমে সে রাজ্যের ইলেকশন বোর্ড পুনর্গণনায় রাজি হয়েছে। তারা জানিয়েছে, পুনর্গণনার জন্য যে প্রয়োজনীয় ফি জমা দিতে হয় স্টেইনের পক্ষ থেকে তা জমা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই প্রায় ৩০ লক্ষ ব্যালট হাতে গোনা শুরু হবে। ডোনাল্ড ট্রাম্প যে তিনটি রাজ্যে খুব কম ব্যবধানে জিতেছেন তার মধ্যে অন্যতম উইসকনসিন। বাকি দু’টি রাজ্য হল মিশিগান আর পেনসিলভানিয়া। বাকি দু’টি রাজ্যে পুনর্গণনার জন্য আবেদন জানাতে স্টেইন এখন চাঁদা তুলছেন। স্টেনের আশা, তিনি বিভিন্ন ফি ও আইনি খরচের জন্য প্রয়োজনীয় ৭০ লক্ষ ডলার তুলে ফেলতে পারবেন। মার্কিন নিয়ম অনুযায়ী, ১৩ ডিসেম্বরের মধ্যে পুনর্গণনা শেষ করতে হবে। ♦
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।