কাতারে নিপীড়নের শিকার বিশ্বকাপ স্টেডিয়াম তৈরির শ্রমিকরা

0

খবর অনলাইন : ঝলমলে আলোর নীচে যে চাপা অন্ধকার লুকিয়ে থাকে তা ফের সামনে আনল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল। ২০২২এ কাতারে অনুষ্টিত হবে বিশ্বকাপ ফুটবল। এখন জোরকদমে সেখানে চলছে স্টেডিয়াম তৈরির কাজ। অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, স্টেডিয়ামে তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের জোর করে আটকে রেখে কাজ করানো হচ্ছে, চলছে আরও নানা নিপীড়ন।

সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ এবং নেপালের শ্রমিকরা।

বিশ্বকাপের খেলাগুলি যে স্টেডিয়ামে হবে সেই খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কর্মরত শ্রমিকদের খুব ছোট ছোট ঘরে থাকতে দেওয়া হয়েছে, পাসপোর্ট ও মজুরি আটকে রাখা হচ্ছে বলে মানবাধিকার সংস্থাটির অভিযোগ। নিয়োগকারী সংস্থাকে প্রচুর টাকা দিয়ে তাদের এই কাজ পেতে হয়েছে। এ নিয়ে কোনও অভিযোগ তুললে শ্রমিকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অ্যামিনেস্টির অভিযোগ।

বিবিসি এ খবর করে জানিয়েছে, এর দায় ফিফাও এড়াতে পারে না বলে মানবাধিকার সংস্থাটি অভিযোগ এনেছে। বিশ্বকাপের কাজে নিয়োজিত শ্রমিকদের জীবনযাত্রার মানের বিষয়টি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির নজরে থাকা উচিত বলেই দাবি জানিয়েছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল।

কাতার অবশ্য বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

কাতারে মোট জনসংখ্যার ৯০ শতাংশ বিদেশী যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন