Homeশিল্প-বাণিজ্য‘এগিয়ে আসুক ইউরোপ’! অধিকাংশ মানব সহায়তা প্রকল্প ট্রাম্পের কাঁচি প্রসঙ্গে বললেন অভিজিৎ...

‘এগিয়ে আসুক ইউরোপ’! অধিকাংশ মানব সহায়তা প্রকল্প ট্রাম্পের কাঁচি প্রসঙ্গে বললেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় 

প্রকাশিত

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, বিশ্ব নেতৃত্বে ইউরোপের এগিয়ে আসার এখনই উপযুক্ত সময়। এনডিটিভি ওয়ার্ল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই মুহূর্তে ইউরোপের সামনে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ রয়েছে।”

সম্প্রতি দ্য ফাইনান্সিয়াল টাইমস-এ স্ত্রী ও সহ-নোবেলজয়ী এস্থার ডুফলোর সঙ্গে লেখা একটি নিবন্ধে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিশ্বকে শুধুমাত্র আমেরিকার দানশীলতার উপর নির্ভরশীল থাকলে চলবে না। অন্যান্য দেশগুলিকেও এগিয়ে এসে সাহায্যের দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, “বিশ্বের অন্য দেশগুলিকে এখন নেতৃত্ব নিতে হবে এবং দেখাতে হবে যে তারা সহায়তার অর্থ সংগ্রহ এবং কার্যকরভাবে খরচ করতে সক্ষম।”

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ও সহায়তা বন্ধ

সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ট্রাম্প যে বলেছিলেন ইউরোপ বিশ্ব নেতৃত্বে নিজেদের ভূমিকা থেকে সরে এসেছে—তা একাংশে ঠিকই। “ইউরোপ অনেক দিন ধরেই বড় কোনও উদ্যোগ নেয়নি। এখন তাদের সেই দায়িত্ব নেওয়ার সময় এসেছে,” মন্তব্য তাঁর।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন USAID-এর ৯০ শতাংশেরও বেশি বিদেশি সাহায্য প্রকল্প বন্ধ করে দেয়, যার আর্থিক মূল্য প্রায় ৫৪০ কোটি ডলার। হোয়াইট হাউসের বিবৃতিতে দাবি করা হয়, “USAID-এর মধ্যে অপচয় ও দুর্নীতি গভীরভাবে ছড়িয়ে আছে।”

এই প্রকল্প কাঁটছাঁটের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গ্লোবাল রিসার্চ সেন্টার, যা বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাসে কাজ করে।

“অর্থ দেশের মানুষেরই স্বার্থে ব্যয় হচ্ছিল”

যখন তাঁকে প্রশ্ন করা হয়, “মার্কিন করদাতাদের টাকা কেন বিদেশে, বিশেষ করে চিনের ট্রান্সজেন্ডার ক্লিনিক বা দুর্যোগ ত্রাণে খরচ হবে?”—তখন অভিজিৎ এই মন্তব্যকে “হাস্যকর” বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, “মূলত এই অর্থ খরচ হত এমন সব প্রকল্পে যা সাধারণ আমেরিকান নাগরিকরাও সমর্থন করেন। যেমন PEPFAR (HIV/AIDS প্রতিরোধে রিপাবলিকানদের শুরু করা একটি প্রকল্প)। আমেরিকানরা জীবন বাঁচানো, ক্ষুধার্তকে খাওয়ানো এবং দুর্যোগ মোকাবিলায় সহায়তা করাকে সমর্থন করে।”

সাম্প্রতিকতম

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। জানুন কীভাবে সঠিকভাবে পর্দা, বাতাস চলাচল ও সহজ কিছু ঘরোয়া উপায়ে স্বস্তি মিলবে।

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।

ভারত-পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার পাশে কোন দেশ জেনে নিন

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ফের ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানের পাশে চীন ছাড়া কেউ নয়, ভারতের পাশে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল-সহ বড় শক্তিগুলি।

আরও পড়ুন

ঋণে হাঁপিয়ে উঠছে দেশের মধ্যবিত্ত, সঞ্চয় সর্বনিম্নে: আশঙ্কা বিশ্লেষকের

ভারতের মধ্যবিত্ত পরিবারগুলির ৫–১০ শতাংশ বর্তমানে ঋণের জালে আটকে রয়েছে বলে দাবি বিশ্লেষক সৌরভ মুখার্জিয়ার। সহজে ঋণপ্রাপ্তি ও সোশ্যাল মিডিয়ার চাপে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গলা অবধি ঋণে ডুবে পাকিস্তান, যুদ্ধ করার সামর্থ আছে কি ইসলামাবাদের?

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ চালানো বাস্তবে কতটা সম্ভব? বিশ্লেষণে উঠে এল চরম সংকটের ছবি।

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে