Homeশিল্প-বাণিজ্যভোট মিটতেই দুধের দাম বাড়াল আমূল, সোমবার থেকেই কার্যকর

ভোট মিটতেই দুধের দাম বাড়াল আমূল, সোমবার থেকেই কার্যকর

প্রকাশিত

১ জুন ভোট মিটতেই, দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করার ঘোষণা করল ‘আমূল’। গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড (GCMMF) জানিয়েছে, উৎপাদন এবং বণ্টনের খরচ বৃদ্ধির ফলে সোমবার থেকে আমূলের সব ধরনের দুধের দাম ২ টাকা করে বৃদ্ধি পাবে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, ৩ জুন থেকে এই নতুন দাম কার্যকর হবে। তিনি বলেন, “উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দাম বৃদ্ধি করা ছাড়া উপায় ছিল না।” এর ফলে, সোমবার থেকে আমূলের ৫০০ মিলিলিটারের মহিষের দুধের দাম হবে ৩৬ টাকা, আমূল গোল্ডের দাম হবে ৩৩ টাকা এবং আমূল শক্তির দাম হবে ৩০ টাকা।

আমূল শেষবার দুধের দাম বৃদ্ধি করেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, লিটার প্রতি ২ টাকা দাম বৃদ্ধি মানে এমআরপিতে ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি। যা বর্তমান খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারের তুলনায় খুবই কম। সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে দুধের দাম বৃদ্ধি করা হয়নি। কিন্তু আনুষঙ্গিক খরচ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ।”

GCMMF আরও জানিয়েছে, তাদের নীতি অনুযায়ী, গ্রাহক দ্বারা প্রদেয় প্রতি এক টাকার মধ্যে ৮০ পয়সা উৎপাদকদেরকেই দিয়ে দেওয়া হয়। এই দাম বৃদ্ধির ফলে উৎপাদনকারীরা উৎপাদন বৃদ্ধি করতে উৎসাহ পাবেন বলে আশা করা হচ্ছে।

দুধের দাম বৃদ্ধির খবর প্রকাশিত হতেই সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই মূল্যবৃদ্ধির ফলে তাদের দৈনন্দিন খরচে প্রভাব পড়ার কথা বলেছেন। তবে আমূলের তরফ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের ফলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের আয় বৃদ্ধি পাবে।

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

ঋণে হাঁপিয়ে উঠছে দেশের মধ্যবিত্ত, সঞ্চয় সর্বনিম্নে: আশঙ্কা বিশ্লেষকের

ভারতের মধ্যবিত্ত পরিবারগুলির ৫–১০ শতাংশ বর্তমানে ঋণের জালে আটকে রয়েছে বলে দাবি বিশ্লেষক সৌরভ মুখার্জিয়ার। সহজে ঋণপ্রাপ্তি ও সোশ্যাল মিডিয়ার চাপে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গলা অবধি ঋণে ডুবে পাকিস্তান, যুদ্ধ করার সামর্থ আছে কি ইসলামাবাদের?

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ চালানো বাস্তবে কতটা সম্ভব? বিশ্লেষণে উঠে এল চরম সংকটের ছবি।

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে