Homeশিল্প-বাণিজ্যপ্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মহিলাদের জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ‘আভনী’ চালু করল বন্ধন...

প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মহিলাদের জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ‘আভনী’ চালু করল বন্ধন ব্যাঙ্ক, জানুন সুবিধা

প্রকাশিত

বন্ধন ব্যাঙ্ক তাদের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে মহিলাদের জন্য একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট ‘আভনী’ (Avni) চালু করেছে। এই নতুন অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্কটি মহিলাদের জন্য উন্নত আর্থিক সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে। ‘আভনী’ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে গ্রাহকরা বিশেষ একটি ডেবিট কার্ড পাবেন, যা বিনামূল্যে এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস, ১০ লাখ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, ৩.৫ লাখ টাকার হারানো কার্ডের দায়বদ্ধতা, এবং বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের খরচের উপর বিশেষ অফার প্রদান করবে। এছাড়াও, বার্ষিক লকার ভাড়া, গোল্ড লোনের প্রসেসিং ফি, এবং বিউটি ও ওয়েলনেস প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে।

শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট নয়, বন্ধন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য ‘বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস’ (Bandhan Bank Delights) নামে একটি নতুন কাস্টমার লয়াল্টি প্রোগ্রামও চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম, যেমন অ্যাকাউন্ট খোলা, কার্ড লেনদেন, ফান্ড ট্রান্সফার ইত্যাদির জন্য ‘ডিলাইট পয়েন্টস’ অর্জন করতে পারবেন। গ্রাহকরা এই পয়েন্টগুলি রিডিম করে ভ্রমণ, থাকার ব্যবস্থা, পণ্য ক্রয়, বিনোদন এবং একাধিক পুরস্কার উপভোগ করতে পারবেন। এছাড়াও, জমাকৃত ডিলাইট পয়েন্টস এয়ার মাইলস-এও রূপান্তর করার সুবিধা রয়েছে।

বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সেকিউটিভ অফিসার (অন্তর্বর্তী কালীন) রতন কুমার কেশ বলেন, “একটি সর্বজনীন ব্যাঙ্ক হিসাবে বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন গ্রাহকদের চাহিদা মেটাতে, আমরা গত নয় বছরে পণ্য সামগ্রীকে আরও শক্তিশালী করেছি। মহিলারা আমাদের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ব্যাঙ্কের সাফল্যে অবদান রেখেছেন। তাই আমাদের নারী গ্রাহকদের প্রতি সম্মান হিসেবে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবসে আভনী লঞ্চ করার পরিকল্পনা করেছি।”

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে, বন্ধন ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার রাজিন্দর কুমার বাব্বর বলেন, “আভনী চালু করার মাধ্যমে আমরা আমাদের মহিলা গ্রাহকদের আর্থিক এবং জীবনধারার চাহিদা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস প্রোগ্রামটি গ্রাহকদের প্রতি আনুগত্য এবং বিশ্বাসের পুরস্কার হিসেবে চালু করা হয়েছে।”

বন্ধন ব্যাঙ্কের এই নতুন লঞ্চগুলি আর্থিক পরিষেবার মান বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত সুবিধা প্রদান করার লক্ষ্যেই চালু করা হয়েছে।

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

বোয়িংয়ে লোকসানের ধাক্কা! ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা, পিছিয়ে গেল ৭৭৭এক্স জেটের প্রথম ডেলিভারি

চলমান ধর্মঘটের কারণে ১৭,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে বোয়িং কোম্পানি। একই সঙ্গে ঘোষণা করা...

নোয়েল টাটা হলেন টাটা ট্রাস্টস-এর নতুন চেয়ারম্যান, কে তিনি

রতন টাটার উত্তরসূরি হিসেবে নোয়েল টাটাকে টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। রতন টাটার মৃত্যুর পর নোয়েল দায়িত্ব গ্রহণ করেন।

উৎসবের মরশুমে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, রাজ্যের ভাগে ১৩,৪০৪ কোটি

উৎসবের আগে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, উন্নয়নমূলক কাজ ও পুঁজি ব্যয়ে গতি আনতে অগ্রিম কিস্তির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত