Homeশিল্প-বাণিজ্যব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করলো '৬৬৬ দিন - স্থায়ী আমানত' স্কিম, প্রবীণদের...

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করলো ‘৬৬৬ দিন – স্থায়ী আমানত’ স্কিম, প্রবীণদের আকর্ষণীয় সুদ

প্রকাশিত

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের অন্যতম প্রধান সরকারি ব্যাঙ্ক, সম্প্রতি ‘৬৬৬ দিন – স্থায়ী আমানত’ স্কিম চালু করেছে, যা সুপার সিনিয়র নাগরিকদের (যাদের বয়স ৮০-র উপরে) জন্য বার্ষিক ৭.৯৫% সুদের হার প্রদান করছে। এই স্কিমে ৬৬৬ দিনের জন্য আমানত রাখা যাবে, যার পরিমাণ ২ কোটি টাকার কম। সাধারণ গ্রাহক ও জনসাধারণ এই অনন্য বিনিয়োগ সুযোগের সুবিধা নিতে পারবেন।

সাধারণ নাগরিকদের জন্য এই স্কিমে বার্ষিক ৭.৩০% সুদের হার প্রযোজ্য, যেখানে সিনিয়র (প্রবীণ) নাগরিকরা পাবেন ৭.৮০% সুদের হার। এই নতুন সুদের হারগুলি ১লা জুন, ২০২৪ থেকে কার্যকর হবে এবং এনআরও (একটি অনাবাসী সাধারণ (এনআরও) অ্যাকাউন্ট হল ভারতীয় টাকায় একটি সঞ্চয় বা চলতি অ্যাকাউন্ট যা অনাবাসী ভারতীয়দের (এনআরআই) ভারতে তাদের অর্জিত আয় পরিচালনা করতে দেয়।) এবং এনআরই (অনাবাসী ভারতীয়দের তাদের বিদেশী উপার্জন ভারতে জমা করতে এবং ভারতীয় টাকায় রূপান্তর করতে দেয়।) টাকা স্থায়ী আমানতের জন্য প্রযোজ্য।

এই স্থায়ী আমানত স্কিমে ঋণ সুবিধা ও মেয়াদ শেষ হবার আগে টাকা তুলি নেওয়ার সুবিধাও পাওয়া যাবে। গ্রাহকরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো শাখায় গিয়ে অথবা BOI Omni Neo অ্যাপ ও ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে ৬৬৬ দিন – স্থায়ী আমানত খুলতে পারবেন।

এই স্কিমটি একদিকে যেমন বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়, অন্যদিকে তেমনি ব্যাঙ্কের পক্ষে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সুদের হার:

  • সুপার সিনিয়র নাগরিকদের জন্য: ৭.৯৫% বার্ষিক
  • সিনিয়র নাগরিকদের জন্য: ৭.৮০% বার্ষিক
  • অন্যান্যদের জন্য: ৭.৩০% বার্ষিক

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র এই নতুন স্কিম বিনিয়োগকারীদের জন্য একটি সুদূরপ্রসারী আর্থিক সুবিধা এনে দেবে। 

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

গত ৭ মাসে চা উৎপাদনে বড় পতন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ

২০২৪ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশে চা উৎপাদনে বড় পতন দেখা গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে উৎপাদন প্রায় ২০.৮% কমেছে। ছোট চা চাষিরা চা বোর্ডের কাছে চা তোলার শেষ তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

ভারতের গিগ ইকোনমিতে ডেলিভারি কর্মীদের আয় নিয়ে সমীক্ষা প্রকাশ করেছে বোরজো। সমীক্ষায় উঠে এসেছে গিগ কর্মীদের কম আয় ও কর সচেতনতার অভাবের সমস্যা।

২৫ কোটি টাকা জরিমানা ও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা, অনিল অম্বানিকে শাস্তি দিল সেবি  

নয়াদিল্লি: শিল্পপতি অনিল অম্বানি এবং রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেডের (RHFL) প্রাক্তন বেশ কিছু আধিকারিক-সহ...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?