ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতের অন্যতম প্রধান সরকারি ব্যাঙ্ক, সম্প্রতি ‘৬৬৬ দিন – স্থায়ী আমানত’ স্কিম চালু করেছে, যা সুপার সিনিয়র নাগরিকদের (যাদের বয়স ৮০-র উপরে) জন্য বার্ষিক ৭.৯৫% সুদের হার প্রদান করছে। এই স্কিমে ৬৬৬ দিনের জন্য আমানত রাখা যাবে, যার পরিমাণ ২ কোটি টাকার কম। সাধারণ গ্রাহক ও জনসাধারণ এই অনন্য বিনিয়োগ সুযোগের সুবিধা নিতে পারবেন।
সাধারণ নাগরিকদের জন্য এই স্কিমে বার্ষিক ৭.৩০% সুদের হার প্রযোজ্য, যেখানে সিনিয়র (প্রবীণ) নাগরিকরা পাবেন ৭.৮০% সুদের হার। এই নতুন সুদের হারগুলি ১লা জুন, ২০২৪ থেকে কার্যকর হবে এবং এনআরও (একটি অনাবাসী সাধারণ (এনআরও) অ্যাকাউন্ট হল ভারতীয় টাকায় একটি সঞ্চয় বা চলতি অ্যাকাউন্ট যা অনাবাসী ভারতীয়দের (এনআরআই) ভারতে তাদের অর্জিত আয় পরিচালনা করতে দেয়।) এবং এনআরই (অনাবাসী ভারতীয়দের তাদের বিদেশী উপার্জন ভারতে জমা করতে এবং ভারতীয় টাকায় রূপান্তর করতে দেয়।) টাকা স্থায়ী আমানতের জন্য প্রযোজ্য।
এই স্থায়ী আমানত স্কিমে ঋণ সুবিধা ও মেয়াদ শেষ হবার আগে টাকা তুলি নেওয়ার সুবিধাও পাওয়া যাবে। গ্রাহকরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনো শাখায় গিয়ে অথবা BOI Omni Neo অ্যাপ ও ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে ৬৬৬ দিন – স্থায়ী আমানত খুলতে পারবেন।
এই স্কিমটি একদিকে যেমন বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়, অন্যদিকে তেমনি ব্যাঙ্কের পক্ষে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সুদের হার:
- সুপার সিনিয়র নাগরিকদের জন্য: ৭.৯৫% বার্ষিক
- সিনিয়র নাগরিকদের জন্য: ৭.৮০% বার্ষিক
- অন্যান্যদের জন্য: ৭.৩০% বার্ষিক
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’র এই নতুন স্কিম বিনিয়োগকারীদের জন্য একটি সুদূরপ্রসারী আর্থিক সুবিধা এনে দেবে।