ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক ধরনের বিল পরিশোধ করা সম্ভব হলেও, কিছু নির্দিষ্ট অর্থপ্রদান যেমন ঋণ পরিশোধ, ক্রেডিট কার্ড দিয়ে সরাসরি করা যায় না। এমন পরিস্থিতিতে, গ্রাহক নিজের ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন। এতে প্রয়োজনীয় অর্থ সহজেই পেতে সুবিধা হয়।
ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার কিছু সহজ পদ্ধতি নীচে আলোচনা করা হল:
নেট ব্যাঙ্কিং:
আপনার ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলুন।
আপনার লগ-ইন তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
ক্রেডিট কার্ড সেকশনে গিয়ে ‘Funds Transfer’ অপশন নির্বাচন করুন।
‘Transfer to Bank Account’ অপশনে ক্লিক করুন।
ট্রান্সফার করার পরিমাণ এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিন।
সমস্ত তথ্য সঠিক কিনা যাচাই করে নিন।
ট্রান্সফার নিশ্চিত করতে OTP বা অন্যান্য সুরক্ষা যাচাইয়ের পদক্ষেপগুলি সম্পন্ন করুন।
ট্রান্সফার নিশ্চিত হয়ে গেলে ট্রানজ্যাকশন রেফারেন্স নম্বর বা আইডি Save করুন।
ফোন কল:
আপনার ক্রেডিট কার্ড কোম্পানিতে কল করুন।
ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের অনুরোধ জানান।
ট্রান্সফার করার পরিমাণ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন।
পরবর্তী নির্দেশ অনুসরণ করে ট্রান্সফার সম্পন্ন করুন।
অফলাইন মোড:
- ব্যাংক শাখায় গিয়ে: আপনার ক্রেডিট কার্ড, আইডি, এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নিয়ে ব্যাংক শাখায় যান। টেলারের কাছে ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার অনুরোধ করুন। এর জন্য একটি ক্ষুদ্র ফি প্রযোজ্য হতে পারে।
- এটিএম থেকে তোলা: এটিএম থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে নগদ টাকা তুলুন এবং তা ব্যাংকে জমা দিন। এটি করতে এটিএম-এর লিমিট এবং চার্জ সম্পর্কে জানুন।
- চেক বা মানি অর্ডার: ট্রান্সফার করতে চেক লিখুন বা মানি অর্ডার নিন এবং ব্যাংকে জমা দিন।
- ওয়্যার ট্রান্সফার: বড় পরিমাণ টাকা ট্রান্সফার করতে ব্যাংক শাখায় যান বা ফোনে যোগাযোগ করুন এবং ব্যাংকের প্রয়োজনীয় তথ্য দিন। সেক্ষেত্রে কিছু ফি প্রযোজ্য হতে পারে।
এই পদ্ধতিগুলির মাধ্যমে আপনি সহজেই ক্রেডিট কার্ড থেকে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করতে পারবেন এবং জরুরি সময়ে টাকা মেটাতে পারবেন।