নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই কার্ডে থাকবে অত্যাধুনিক ডায়নামিক কিউআর কোড। তবে, পুরনো প্যান কার্ডধারীদের নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না বলে স্পষ্ট করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।
বিভ্রান্তির অবসান ঘটিয়ে অর্থ মন্ত্রক জানিয়েছে, যাঁদের কাছে বর্তমানে প্যান কার্ড রয়েছে, তাঁদের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) পরিবর্তনের প্রয়োজন নেই। নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না। প্যান কার্ডে থাকা তথ্য— যেমন নাম, ঠিকানা, ই-মেল বা মোবাইল নম্বর পরিবর্তনের প্রয়োজন হলে ‘প্যান ২.০’ চালু হওয়ার পর আবেদন করা যাবে। তবে, আধার সংযুক্ত প্যান কার্ডধারীরা আগেই অনলাইনে সংশোধনের জন্য আবেদন করতে পারেন।
অর্থ মন্ত্রকের আরও বক্তব্য, ডায়নামিক কিউআর কোডের সুবিধা হল, এতে প্যানধারীর সংশোধিত তথ্য— যেমন নাম, ছবি, জন্ম তারিখ ইত্যাদি সহজেই যাচাই করা যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই কার্ড লেনদেনের ক্ষেত্রে কার্যকর হবে।
যাঁদের একাধিক প্যান কার্ড রয়েছে, তাঁদের অতিরিক্ত কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছে সরকার। নতুন প্রযুক্তির মাধ্যমে এই সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে। ‘প্যান ২.০’ চালু হলে একটি কেন্দ্রীয় পোর্টাল থেকেই সমস্ত প্যান সংক্রান্ত কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন: বদলে যাবে প্যান কার্ড, সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা