ভারতের কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও) বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে। আগামী ২০২৫ সালের মাঝামাঝি থেকে ইপিএফও সদস্যরা এটিএম কার্ডের মতো একটি সুবিধা পেতে পারেন, যার মাধ্যমে তাঁরা সরাসরি এটিএম থেকে পিএফ তহবিল থেকে অর্থ তুলতে পারবেন। যদিও এই উত্তোলনের ওপর নির্দিষ্ট সীমা থাকবে, যা অবসরের সঞ্চয় সুরক্ষিত রাখতে সাহায্য করবে। তবুও জরুরি প্রয়োজন মেটাতে এটি কার্যকরী হবে।
সরকারের ইপিএফও ৩.০ পরিকল্পনার অংশ হিসাবে এই উদ্যোগটি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল পরিষেবা আধুনিকীকরণ এবং গ্রাহকদের তাঁদের সঞ্চয়ের উপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রদান। এছাড়াও, শ্রম মন্ত্রক কর্মচারীদের অবদানের ১২% সীমা প্রত্যাহার করার কথা ভাবছে, যাতে কর্মীরা তাঁদের আর্থিক লক্ষ্য অনুযায়ী আরও বেশি সঞ্চয় করতে পারেন।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতির সূচনা মুখ্যমন্ত্রীর, বৈঠকে সৌরভ-সহ রাজ্যের শীর্ষ শিল্পপতিরা
এছাড়া, বর্তমান সীমার বাইরে অতিরিক্ত টাকা জমা দেওয়ার সুবিধাও মিলতে পারে। যদিও নিয়োগকারীর অবদান বেতন-ভিত্তিকই থাকবে, কর্মীরা যে কোনও সময়ে নিজেদের ইপিএফ অ্যাকাউন্টে টপ-আপ করতে পারবেন।
একইসঙ্গে, ১৯৯৫ সালের কর্মচারী পেনশন স্কিম (ইপিএস-৯৫)-এও পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। বর্তমানে নিয়োগকারীর অবদানের ৮.৩৩% পেনশন স্কিমে যায়। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে কর্মচারীরাও সরাসরি এই স্কিমে টাকা জমা করতে পারবেন, যা তাঁদের পেনশন সুবিধা আরও বাড়াতে সাহায্য করবে।
ইপিএফও ৩.০ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের শুরুর দিকেই ঘোষণা হতে পারে। এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে দেশের কর্মজীবী মানুষদের সঞ্চয়ের ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।