Homeশিল্প-বাণিজ্য৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা...

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

প্রকাশিত

ভারতে গিগ ইকোনমি, বিশেষ করে ডেলিভারি পেশায় নিযুক্ত কর্মীদের আয় ও কর সচেতনতার অবস্থা নিয়ে একটি সাম্প্রতিক সমীক্ষায় উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে। বোরজো (Borzo), যা আগে ওয়েফাস্ট নামে পরিচিত ছিল, একটি বিশ্বব্যাপী সম-দিন ডেলিভারি কোম্পানি, তারা প্রায় ২,০০০ গিগ কর্মীর উপর সমীক্ষা চালিয়ে দেখেছে যে ৭৮% কর্মীর বার্ষিক আয় ২.৫০ লাখ টাকার কম।

এই সমীক্ষায় দেশের প্রথম সারির ও দ্বিতীয় সারির শহর যেমন মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, চেন্নাই সহ মোট ৪০টি শহরের কর্মীদের উপর তথ্য সংগ্রহ করা হয়েছে। অ্যামাজন, জোমাটো, সুইগি, উবারের মতো বড় সংস্থাগুলিতে কাজ করা গিগ কর্মীরা এই সমীক্ষার অন্তর্ভুক্ত ছিল। সমীক্ষার মূল লক্ষ্য ছিল এই কর্মীদের আর্থিক চ্যালেঞ্জ এবং তাদের কর সচেতনতা সম্পর্কে বিশদ জানা।

গিগ কর্মীরা সাধারণত অস্থায়ী বা স্বল্পমেয়াদী কাজ করেন এবং তাঁরা স্বাধীনভাবে কাজ করেন। এই কারণে, তাঁরা সংস্থার স্থায়ী কর্মীদের মতো সাধারণ সুবিধা পান না। ফলে তাঁদের অর্থনৈতিক নিরাপত্তা অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে।

সমীক্ষার সবচেয়ে উদ্বেগজনক দিক ছিল কর সচেতনতার অভাব। সমীক্ষায় দেখা গেছে, ৬১% কর্মীই আয়কর স্ল্যাব সম্পর্কে জানেন না, আর মাত্র ৩৯% তাঁদের কর অবস্থান সম্পর্কে সচেতন। এর মধ্যে মাত্র ৩৩.৫% কর্মী আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যা উল্লেখযোগ্যভাবে কম।

যাঁরা কর রিটার্ন জমা দিয়েছেন, তাঁদের মধ্যে ৬৬% ‘শূন্য রিটার্ন’ জমা দিয়েছেন এবং বাকিরা সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন জমা দিয়েছেন। সমীক্ষা অনুযায়ী, ৪৭% কর জমাদাতা নিয়মিত কিস্তিতে কর পরিশোধ করেন, আর ৫৩% এককালীন পরিশোধের পথ বেছে নেন।

যাঁরা এখনও আয়কর রিটার্ন জমা করেননি, তাঁদের মধ্যে ৪২% কর দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যদি তাঁরা করের আওতায় পড়েন। তবে ৫৮% কর্মী কর দেওয়ার ক্ষেত্রে অমত প্রকাশ করেছেন, এমনকি তাঁরা করযোগ্য আয় থাকলেও।

এই পরিস্থিতি গিগ ইকোনমিতে কর্মরত মানুষদের আর্থিক অবস্থার সুরাহার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। বোরজো ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ইউজিন প্যানফিলভ বলেন, “গিগ ইকোনমির দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি, এই কর্মীদের সঠিক আর্থিক পরিকল্পনার জন্য জ্ঞান এবং পরিকাঠামো সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

বোয়িংয়ে লোকসানের ধাক্কা! ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা, পিছিয়ে গেল ৭৭৭এক্স জেটের প্রথম ডেলিভারি

চলমান ধর্মঘটের কারণে ১৭,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে বোয়িং কোম্পানি। একই সঙ্গে ঘোষণা করা...

নোয়েল টাটা হলেন টাটা ট্রাস্টস-এর নতুন চেয়ারম্যান, কে তিনি

রতন টাটার উত্তরসূরি হিসেবে নোয়েল টাটাকে টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। রতন টাটার মৃত্যুর পর নোয়েল দায়িত্ব গ্রহণ করেন।

উৎসবের মরশুমে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, রাজ্যের ভাগে ১৩,৪০৪ কোটি

উৎসবের আগে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, উন্নয়নমূলক কাজ ও পুঁজি ব্যয়ে গতি আনতে অগ্রিম কিস্তির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত