Homeশিল্প-বাণিজ্যরুপোর দাম ছাড়াল এক লক্ষ, কী কারণে এই বৃদ্ধি

রুপোর দাম ছাড়াল এক লক্ষ, কী কারণে এই বৃদ্ধি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

রুপোর বাজারে নজিরবিহীন বৃদ্ধি। সোনার মতো রুপোর দামও ক্রমাগত ঊর্ধ্বমুখী। সোমবার এক কেজি রুপোর দাম প্রথমবারের মতো ছাড়িয়ে গেল এক লক্ষ টাকার মাইলফলক। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনাবলীর প্রতিফলন নয়, বরং শিল্প খাতে রুপোর ব্যবহার বৃদ্ধির ফলাফলও। কলকাতায় প্রতি কেজি খুচরো রুপোর দাম পৌঁছেছে ৯৭,৮৫০ টাকায়, যা জিএসটি যোগ করে ১,০০,৭৮৫.৫০ টাকায় পৌঁছেছে।

বিশ্ব পরিস্থিতি ও শিল্পের চাহিদা

বিশেষজ্ঞদের দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং আমেরিকায় সুদের হার হ্রাসের প্রভাব সোনা এবং রুপোর দামে উল্লেখযোগ্যভাবে পড়েছে। বিনিয়োগকারীরা নিরাপদ বিকল্প হিসেবে রুপোতে লগ্নি বাড়াচ্ছেন, ফলে চাহিদা বৃদ্ধির সঙ্গে দামও বাড়ছে। জেজে গোল্ডের ডিরেক্টর হর্ষদ আজমেরা সাংবাদমাধ্যমকে বলেন, “রুপোর বাজারে এই বৃদ্ধি একদিকে যেমন বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনার কারণে, তেমনই অন্যদিকে শিল্পের চাহিদার কারণে।”

শিল্পে রুপোর ব্যবহার

রুপোর বড় অংশ শিল্পে ব্যবহৃত হয়। সৌর বিদ্যুৎ, সেমিকনডাক্টর, বৈদ্যুতিন পণ্য এবং ব্যাটারির মতো প্রযুক্তি-নির্ভর শিল্পগুলিতে রুপোর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আজমেরা জানান, দেশের মোট ব্যবহৃত রুপোর ৩৫-৪০ শতাংশ শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়। শিল্পের এই ক্রমবর্ধমান চাহিদা রুপোর মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ।

বিনিয়োগ ও উৎসবের মরসুমের প্রভাব

দেশের বাজারে সোনা এবং রূপো কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা সর্বদা সুরক্ষার খোঁজে থাকেন। এমডি সমর দে বলেন, “রুপোর ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কারণে এর মূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া সামনে ধনতেরস আসছে, যখন মানুষ রুপোর কয়েন, বাসন ইত্যাদি কিনে। উৎসবের এই চাহিদা দাম আরও বাড়িয়ে দিচ্ছে।”

ভবিষ্যতে দাম বৃদ্ধির শঙ্কা

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দীনেশ কাবরা বলেন, “সোনার দামের সঙ্গে তাল মিলিয়ে রুপোর দাম বৃদ্ধি পায়। তবে সাম্প্রতিককালে কিছুটা ঘাটতি থাকলেও রুপো এখন সেই ঘাটতি পূরণ করছে।” সাধারণ মানুষ, যারা সোনার উচ্চমূল্যের কারণে রুপোর দিকে ঝুঁকেছিলেন, তারাও এখন এই দামবৃদ্ধিতে বিপাকে পড়ছেন।

সাম্প্রতিকতম

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আরও পড়ুন

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্ক শিল্পও। ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।