Homeশিল্প-বাণিজ্যকলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

প্রকাশিত

গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের আর্থিক পরিষেবা সংস্থা গোদরেজ ক্যাপিটাল তাদের সহযোগী সংস্থা গোদরেজ হাউসিং ফিন্যান্স (GHF)-এর মাধ্যমে পূর্ব ভারতে ব্যবসা সম্প্রসারণের প্রথম পদক্ষেপ নিল। আজ কলকাতায় সংস্থার প্রথম হাউসিং ফিন্যান্স শাখার উদ্বোধন হল, যা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে গোদরেজ হাউসিং ফিন্যান্সের উপস্থিতি শক্তিশালী করার নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার নতুন এই শাখা হবে গোদরেজ হাউসিং ফিন্যান্সের পূর্বাঞ্চলীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দু—যেখানে গ্রাহকদের দেওয়া হবে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হোম লোন পরিষেবা। পাশাপাশি, স্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার ও পার্টনারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।

প্রতিযোগিতামূলক হারে হোম লোন

গোদরেজ হাউসিং ফিন্যান্স জানিয়েছে, তাদের হোম লোনের সুদের হার শুরু হবে ৭.৭৫% বার্ষিক থেকে। যোগ্য বেতনভুক্ত পেশাদাররা ৯০% পর্যন্ত লোন-টু-ভ্যালু অনুপাত এবং সর্বোচ্চ ৩০ বছরের মেয়াদে ঋণ নিতে পারবেন। এতে প্রথমবারের হোম বায়ার ও মধ্যবিত্ত পরিবারের কাছে বাড়ি কেনা হবে আরও সহজলভ্য।

গ্রাহকদের জন্য থাকছে কাস্টমাইজড রিপেমেন্ট অপশন এবং AI-চালিত ঋণ প্রক্রিয়া, যা আবেদন থেকে অনুমোদন পর্যন্ত সময়কে উল্লেখযোগ্যভাবে কমাবে। পার্টনার ও এজেন্টদের জন্য সংস্থা এনেছে ডিজিটাল এনগেজমেন্ট টুল এবং ইনসেনটিভ স্কিম, যাতে সহযোগিতার পরিবেশ আরও মজবুত হয়।

মহিলাদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’

গোদরেজ হাউসিং ফিন্যান্স এবার মহিলা গ্রাহকদের জন্য চালু করছে বিশেষ হোম লোন পণ্য—‘আরোহী হোম লোন’। এই স্কিমে থাকবে কম সুদের হার, স্বাস্থ্যবিমা সুবিধা এবং ন্যূনতম প্রসেসিং ফি। প্রথমবার বাড়ি কিনতে ইচ্ছুক বা নিজের বাড়ি আপগ্রেড করতে চাওয়া নারীদের জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। সংস্থার বক্তব্য—এটি নারীদের আর্থিক স্বনির্ভরতা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।

সংস্থার বক্তব্য

সংস্থার এমডি ও সিইও মনীশ শাহ বলেন, “কলকাতা ভারতের অন্যতম গতিশীল আবাসন বাজার। এখানে ঐতিহ্য আর আধুনিকতার মিলন ঘটেছে। আমরা চাই, বাড়ি কেনার অভিজ্ঞতা যেন হয় সম্পূর্ণ স্বচ্ছ, নির্ভরযোগ্য ও চিন্তামুক্ত। গ্রাহকদের চাহিদা বোঝার ক্ষমতা, বিশ্বস্ত ডেভেলপারদের সঙ্গে পার্টনারশিপ এবং সহজ হোম ফাইন্যান্সিংয়ের মাধ্যমে আমরা পূর্ব ভারতের হাউসিং ইকোসিস্টেমে নতুন মান যোগ করতে চাই।”

পরিকাঠামো উন্নয়নে বাড়ছে আবাসন চাহিদা

কলকাতার শহুরে পরিকাঠামো দ্রুত পরিবর্তন হচ্ছে। চলমান শিয়ালদহ–এসপ্লানেড নোয়াপাড়া–এয়ারপোর্ট মেট্রো সম্প্রসারণ, এবং কোনা এক্সপ্রেসওয়ে এলিভেটেড করিডর প্রকল্প শহরের গতিশীলতাকে আরও ত্বরান্বিত করবে। এসব উন্নয়ন বারাসত, মধ্যমগ্রাম ও জোকা-র মতো নতুন আবাসন অঞ্চলে চাহিদা বাড়াচ্ছে।

এই পরিবর্তনশীল বাজারে গোদরেজ হাউসিং ফিন্যান্স তাদের প্রতিযোগিতামূলক পণ্য ও গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

কফ সিরাপ কাণ্ডের জের: কঠোর নির্দেশ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের! জানুয়ারির মধ্যে হু-এর মান মেনে চলতে হবে সব ওষুধ সংস্থাকে

টক্সিক কফ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। জানুয়ারির মধ্যে সব ওষুধ কারখানাকে আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদনে নির্দেশ। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা।

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।