ইপিএফের টাকা তোলা আরও সহজ হতে চলেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-এর সুপারিশ মেনে ইউপিআই-এর মাধ্যমে পিএফ তোলার অনুমোদন দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
শ্রম ও কর্মসংস্থান সচিব সুমিতা দেবড়া জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে পেনশন সংস্থা ইপিএফও-র প্রায় ৭ কোটি সদস্য শীঘ্রই বড় স্বস্তি পেতে চলেছেন। শীঘ্রই ইউপিআই এবং এটিএম-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা চালু করতে যাচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে এই সুবিধাগুলির ওপর কাজ চলছে। নতুন এই সুবিধা চালু হলে কর্মীদের দাবি প্রক্রিয়া আরও সহজ হবে এবং লেনদেনের সময় কমে যাবে।
কবে থেকে চালু হবে এই সুবিধা?
শ্রম ও কর্মসংস্থান সচিব সুমিতা দেবড়া জানিয়েছেন, শ্রম মন্ত্রক এনপিসিআই-এর সুপারিশ গ্রহণ করেছে। ভারতে খুচরা পেমেন্ট এবং নিষ্পত্তি ব্যবস্থা পরিচালনা করে এই সংস্থা। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, এপ্রিলের শেষ বা জুনের শুরুতে ইপিএফও সদস্যরা ইউপিআই ও এটিএম-এর মাধ্যমে নিজেদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) থেকে টাকা তুলতে পারবেন।
মাত্র কয়েক মিনিটে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে
তিনি আরও বলেন, মে বা জুন থেকে সদস্যরা নিজেদের পিএফ ব্যালেন্স ইউপিআই-এর মাধ্যমে দেখতে পারবেন এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। তাছাড়া, সদস্যরা তাঁদের পছন্দের ব্যাংক অ্যাকাউন্ট বেছে নিয়ে অর্থ স্থানান্তর করতে পারবেন। এছাড়াও, শিক্ষা, বাড়ি কেনা, বিয়ের খরচের জন্য পিএফ তোলার সুযোগ আরও সম্প্রসারিত করা হয়েছে।
৯৫ শতাংশ দাবি স্বয়ংক্রিয়
ইপিএফও ইতিমধ্যেই নিজের প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। টাকা তোলার প্রক্রিয়াকে সহজ করতে ১২০টিরও বেশি ডাটাবেস সংযুক্ত করা হয়েছে। ফলে, দাবি নিষ্পত্তির সময় এখন মাত্র ৩ দিনে নেমে এসেছে। বর্তমানে ৯৫ শতাংশ দাবি স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হচ্ছে এবং এটি আরও সহজ করার জন্য কাজ চলছে।
৭ কোটি সদস্যদের জন্য বড় স্বস্তি
বর্তমানে, ইপিএফও সদস্যরা ইউপিআই বা এটিএম-এর মাধ্যমে পিএফ অর্থ তুলতে পারেন না। কিন্তু এই নতুন সুবিধা চালু হলে, ২-৩ দিনের প্রক্রিয়া কমে কয়েক ঘণ্টা বা কয়েক মিনিটে সম্পন্ন হবে। যা ৭ কোটি সদস্যের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।