Home শিল্প-বাণিজ্য উৎসবের মরশুমে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, রাজ্যের ভাগে ১৩,৪০৪...

উৎসবের মরশুমে রাজ্যগুলিকে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন, রাজ্যের ভাগে ১৩,৪০৪ কোটি

উৎসবের মরশুম এবং উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয়ের গতি বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার কেন্দ্র সরকার রাজ্যগুলির মধ্যে ১.৭৮ লক্ষ কোটি টাকার কর বণ্টন করেছে। এর মধ্যে ৮৯,০৮৬.৫০ কোটি টাকা অগ্রিম কিস্তি হিসাবে প্রদান করা হয়েছে, বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে।

অক্টোবর মাসে রাজ্যগুলিতে বণ্টনের জন্য নির্ধারিত নিয়মিত কিস্তির পাশাপাশি এই অগ্রিম কিস্তি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের মতে, “এই অগ্রিম কিস্তি দেওয়ার মাধ্যমে রাজ্যগুলিকে উৎসবের মরশুমে পুঁজি ব্যয় ত্বরান্বিত করতে এবং উন্নয়নমূলক ও কল্যাণমূলক খাতে ব্যয় বাড়াতে সহায়তা করা হবে।”

বিভিন্ন রাজ্যে বণ্টনের পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি কর বণ্টনের অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ, যেখানে ৩১,০০০ কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। এরপর মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ যথাক্রমে ১৩,৯৮৭ কোটি এবং ১৩,৪০৪ কোটি টাকা পেয়েছে।

কেন্দ্রের নিয়ম অনুযায়ী, রাজ্যগুলিতে কর বণ্টন প্রতি বছর ১৪টি কিস্তিতে হয়: ১১টি কিস্তি ১১ মাসে এবং মার্চ মাসে বাকি ৩টি কিস্তি প্রদান করা হয়। তবে, এবারের বণ্টনে উৎসবের মরশুমকে মাথায় রেখে একটি অগ্রিম কিস্তি দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে কেন্দ্রীয় করের প্রায় ৩২.৫ শতাংশ রাজ্যগুলির সঙ্গে ভাগ করা হবে বলে অনুমান করা হয়েছে, যা ১৫তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী ৪১ শতাংশের তুলনায় কম। কেন্দ্র সরকারের আরোপিত সেস ও সারচার্জের কারণে রাজ্যগুলির ভাগ কমেছে, যা রাজ্যগুলির সঙ্গে ভাগ করা হয় না। এই বিষয়ে রাজ্যগুলি প্রায়ই কম বণ্টনের অভিযোগ করে থাকে।

উৎসবের মরশুমে দাম বেড়ে গেল সোনা- রুপোর! আপনার শহরে কত হল জানুন

২০২৩-২৪ অর্থবছরের প্রাথমিক অনুমান অনুযায়ী রাজ্যগুলির ভাগ ৩২.৬ শতাংশ থাকবে। তবে, প্রকৃত টাকার অঙ্কে দেখা গেছে যে, ২০২৩-২৪ সালের প্রাথমিক পরিমাণ ছিল ১১.৩ লক্ষ কোটি টাকা, যা ২০২৪-২৫ সালের বাজেটে বাড়িয়ে ১২.৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version