Homeশিল্প-বাণিজ্যKYC নির্দেশিকা লঙ্ঘন! HDFC ব্যাঙ্ককে ৭৫ লক্ষ টাকা জরিমানা করল RBI

KYC নির্দেশিকা লঙ্ঘন! HDFC ব্যাঙ্ককে ৭৫ লক্ষ টাকা জরিমানা করল RBI

প্রকাশিত

নতুন বিতর্কে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাঙ্ক HDFC! রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ‘Know Your Customer’ (KYC) সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ব্যাংকটির বিরুদ্ধে ৭৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। ২৬ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে RBI।

RBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ৩১ মার্চের আর্থিক অবস্থা পর্যালোচনার ভিত্তিতে HDFC ব্যাংকের উপর একটি স্ট্যাটুটরি ইন্সপেকশন ফর সুপারভাইজরি ইভ্যালুয়েশন (ISE 2023) পরিচালিত হয়। তদন্তে ব্যাংকটির বিরুদ্ধে KYC সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

কী কী অভিযোগ উঠেছে?

RBI-এর বিবৃতি অনুযায়ী, HDFC ব্যাংক কিছু গ্রাহককে ‘লো, মিডিয়াম ও হাই’—এই ঝুঁকির মাত্রা অনুযায়ী শ্রেণিবিন্যাস করেনি। ফলে ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বিশ্লেষণের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠেছে।

এছাড়া, ব্যাংকটি একাধিক গ্রাহককে ‘Unique Customer Identification Code’ (UCIC) দেওয়ার পরিবর্তে একাধিক গ্রাহক পরিচিতি কোড (Customer ID) বরাদ্দ করেছিল। যা KYC বিধির লঙ্ঘন বলে মনে করছে RBI।

ব্যাঙ্কের ব্যাখ্যা সন্তুষ্ট করতে পারেনি RBI-কে

ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, RBI-এর তরফে জানানো হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে HDFC ব্যাঙ্ককে শোকজ নোটিস পাঠানো হয়। ব্যাঙ্ক তাদের ব্যাখ্যা দিলেও RBI সেটিকে যথাযথ বলে মনে করেনি। ফলে ব্যাংকের বিরুদ্ধে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ৪৭এ(১)(সি) ধারা এবং ৪৬(৪)(i) ধারা অনুযায়ী ৭৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

কোনও লেনদেনের বৈধতা নিয়ে প্রশ্ন নয়

RBI স্পষ্টভাবে জানিয়েছে, এই জরিমানা শুধুমাত্র নিয়ম লঙ্ঘনের জন্য ধার্য করা হয়েছে, এটি কোনও লেনদেন বা ব্যাঙ্কের গ্রাহকদের সঙ্গে চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার উদ্দেশ্যে নয়। এছাড়া, ভবিষ্যতে ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে RBI।

ইকোনমিক্স টাইমসের এই প্রতিবেদনে বলা হয়েছে, তারা ব্যাঙ্কের সঙ্গে যোগযোগ করেছিল প্রতিক্রিয়া নেওয়া জন্য। কিন্তু ব্যাঙ্কের কোনও জবাব তারা পায়নি।

সাম্প্রতিকতম

২০২৬-এ আসছে গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস, থাকবে লাইভ অনুবাদ ও মেমোরি রিকল ফিচার

গুগল ও স্যামসাং একসঙ্গে Android XR স্মার্ট গ্লাস আনছে ২০২৬ সালে। থাকবে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশনের মতো আধুনিক ফিচার।

পাকিস্তানের সঙ্গে ভারতের ইন্দাস জলচুক্তি কী? পহেলগাঁও হামলার পর কেন স্থগিত করল নয়াদিল্লি?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে বড় কূটনৈতিক পদক্ষেপ ভারতের। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ইন্দাস জলচুক্তি স্থগিত ঘোষণা নয়াদিল্লির। কী এই চুক্তি? কী তার প্রভাব? বিশদে জানুন।

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

পহেলগাঁও হামলার পরে গোটা দেশে ক্ষোভ। ২৮ জনের প্রাণহানির জবাবে পাকিস্তানকে নিশানা করে ভারত। বাতিল সার্ক ভিসা, স্থগিত সিন্ধু জলচুক্তি। অভিযানে ব্যস্ত বাহিনী।

গুগল ফটো ঘেঁটে ছবি খুঁজে দেবে এআই! অ্যান্ড্রয়েডে এল জেমিনি অ্যাপের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটো অ্যাপে যুক্ত হল জেমিনি এআই চ্যাটবট। এবার ছবি খোঁজা যাবে সহজে, জানুন কীভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার।

আরও পড়ুন

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।

PhonePe-র নতুন ফিচার UPI Circle: পরিবার-বন্ধুর পেমেন্ট হবে আরও সহজ, একাউন্ট বা UPI ID ছাড়াই

PhonePe নিয়ে এল নতুন ফিচার UPI Circle। এবার পরিবার বা বন্ধুদের সঙ্গে গ্রুপ তৈরি করে করা যাবে পেমেন্ট, একাউন্ট বা UPI ID ছাড়াও। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

পয়লা বৈশাখে এক দিকে স্বস্তি, অন্য দিকে ধাক্কা! ঋণে সুদ কমাল এসবিআই, আমানতে কোপ

পয়লা বৈশাখে গৃহ ও গাড়ি ঋণে সুদ কমাল এসবিআই, মাসিক কিস্তিতে মিলবে স্বস্তি। তবে এফডি-তে সুদের হার কমায় সঞ্চয়ে কোপ। জেনে নিন এক উদাহরণে কতটা সাশ্রয় সম্ভব।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে