SUV WR-V

ওয়েবডেস্ক: হন্ডা কার ইন্ডিয়া (এইচসিআইএল) বৃহস্পতিবার নতুন রূপে বাজারে নিযে এল কম্প্যাক্ট এসইউভি ডব্লিউআর-ভি।

এ দিন এইচসিআইএল একটি বিবৃতিতে জানায়, নতুনভাবে চালু হওয়া V গ্রেড ডিজেল ইঞ্জিনে বিকল্প হিসাবেও পাওয়া যাবে এই নতুন মডেল। এটি এস এবং ভিএক্স শ্রেণির মধ্যবর্তী স্থানে অবস্থান করবে।

ডব্লিউআর-ভি’র বহিরাবরণে লেগেছে অত্যাধুনির প্রযুক্তির ছোঁয়া। ডে টাইম রানিং লাইটস বা ডিআরএলএস সমন্বিত এলইডি হেডল্যাম্প, পজিশন ল্যাম্প, ফগ ল্যাম্প এবং মেটাল ফিনিশড মাল্টি-স্পোকড অ্যালয় চাকা-সহ রয়েছে অনুষঙ্গিক পরিবর্তন।

একই সঙ্গে রয়েছে পার্কিং সেনসার, সামনে বলা যাত্রীর জন্য সিট বেল্ট রিমাইন্ডার, গতির সঙ্গে মানানসই অটো ডোর লক ইত্যাদি প্রযুক্তি।

গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধনে এইচসিআইএল-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) রাজেশ গয়াল বলেন, “আমরা নিশ্চিত, ডব্লিউআর-ভি’র এই নতুন রূপ ক্রেতাদের ভালো লাগবে। তাঁদের কাছে এই গাড়িটি প্রশংসিত হবে”।

সংস্থা জানায়, শুরুতে এর দাম পড়বে ৯.৯৫ লক্ষ টাকা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here