সারা জীবন চাকরির পর সঞ্চিত ফান্ড থেকে প্রয়োজনের সময় টাকা তুলতে চান? কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (EPF) বা পিএফ থেকে অনলাইনে টাকা তুলতে চাইলে কী করবেন, তা জেনে নিন সহজ স্টেপ-বাই-স্টেপ গাইডে।
EPF হল কেন্দ্র সরকারের একটি রিটায়ারমেন্ট সেভিংস স্কিম। কর্মী এবং নিয়োগকর্তা দু’জনেই মাসে নির্দিষ্ট হারে এই ফান্ডে টাকা জমা দেন। এই ফান্ড পরিচালনা করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। অবসরের সময় কর্মীরা সুদ-সহ পুরো টাকাটাই ফেরত পান। তবে বিশেষ পরিস্থিতিতে চাকরি ছাড়ার আগেও আংশিক বা সম্পূর্ণ টাকা তোলা যায়।
টাকা তোলার আগে কী কী করতে হবে?
EPF টাকা তোলার আগে এই বিষয়গুলি নিশ্চিত করতে হবে:
- আপনার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) অ্যাকটিভ রয়েছে।
- UAN-এর সঙ্গে আধার, প্যান (যদি ৫ বছরের আগে ৫০,০০০ টাকার বেশি তুলতে চান) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে।
- EPFO পোর্টালে KYC ভেরিফায়েড।
অনলাইনে PF তোলার ধাপে ধাপে প্রক্রিয়া
Step 1: EPFO সদস্য পোর্টালে যান।
লিঙ্ক: https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
Step 2: লগইন করুন।
UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। ক্যাপচা পূরণ করে সাইন ইন করুন।
Step 3: KYC স্টেটাস চেক করুন।
‘Manage’ মেনুতে গিয়ে ‘KYC’ অপশনে গিয়ে দেখুন আধার, প্যান এবং ব্যাঙ্ক ডিটেলস ভেরিফায়েড কিনা।
Step 4: ‘Online Services’ সেকশনে যান।
Step 5: ব্যাঙ্ক ডিটেলস যাচাই করুন।
EPFO পোর্টালে রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবার লিখে ভেরিফিকেশন করুন।
- Step 6: ক্লেম টাইপ নির্বাচন করুন।
- পুরো টাকা তুলতে চাইলে: ‘Only PF Withdrawal (Form 19)’
- পেনশন উইথড্রাল চাইলে: ‘Pension Withdrawal (Form 10C)’
- আংশিক টাকা তুলতে চাইলে (মেডিকেল, শিক্ষা, বিবাহ ইত্যাদি কারণে): ‘Advance/Partial Withdrawal (Form 31)’
Step 7: প্রয়োজনীয় তথ্য দিন ও ডকুমেন্ট আপলোড করুন।
টাকা তোলার কারণ উল্লেখ করুন। কিছু ক্ষেত্রে প্রমাণপত্র (যেমন মেডিকেল বিল) আপলোড করতে হতে পারে।
Step 8: ফর্ম সাবমিট করুন।
সব কিছু ঠিকঠাক পূরণ করে ‘Submit’ করুন। সাবমিশনের পরে একটি অ্যাকনলেজমেন্ট পাবেন। সেটি সংরক্ষণ করে রাখুন।
কতদিনে টাকা পাবেন?
সাধারণত ৫ থেকে ২০ কার্যদিবসের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসে।
EPF সদস্যদের জন্য এটা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। বাড়ি থেকে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেই টাকা তোলার কাজ সম্পন্ন করা যায়।
আরও পড়ুন: ইপিএফও সদস্যদের অ্যাকাউন্টে ৮.২৫% সুদের অর্থ জমা, পাসবুকে দেখা যাচ্ছে ব্যালান্স