আসন্ন কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা ও জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, এ বারের বাজেটে বেতনভুক আয়করদাতাদের জন্য সুখবর আসতে পারে। আয়করের নতুন কাঠামোয় ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে করছাড়ের প্রস্তাব রাখা হতে পারে।
প্রতিবছরের মতো এই বছরও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ফেব্রুয়ারির শুরুতেই বাজেট পেশ করবেন বলে ধারণা করা হচ্ছে। গত বছরের বাজেটে বড় কোনও করছাড়ের ঘোষণা না থাকলেও এ বার করদাতাদের জন্য করকাঠামোয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
বর্তমান আয়করের নতুন কাঠামোয়:
- প্রথম ৩ লক্ষ টাকা আয়ে কর নেই।
- ৩ থেকে ৬ লক্ষ টাকায় ৫ শতাংশ।
- ৬ থেকে ৯ লক্ষ টাকায় ১০ শতাংশ।
- ১০ থেকে ১৫ লক্ষ টাকায় ২০ শতাংশ।
- ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ।
তবে এ বারের বাজেটে এই করের স্ল্যাবগুলোর প্রসার ঘটিয়ে করদাতাদের বোঝা কমানোর প্রস্তাব আনা হতে পারে। বিশেষ করে শহরাঞ্চলের বেতনভুকরা করদাতারা, এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, শহরাঞ্চলের করদাতারা বেশি খরচ করেন। তাই তাঁদের করছাড়ের সুযোগ দিলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে। করকাঠামোর প্রতিটি স্তরের সীমা ২০ শতাংশ বৃদ্ধি করা উচিত।
আগামী অর্থবর্ষে সরকারের লক্ষ্য ৭.৫ লক্ষ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ করা। মুদ্রাস্ফীতি সামলানোর পাশাপাশি করছাড়ের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়টি বাজেটে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।