Homeশিল্প-বাণিজ্যসারা দেশে চালু হচ্ছে ই-পাসপোর্ট! জানুন, আবেদনের পদ্ধতি, ফি, রেজিস্ট্রেশনের পদ্ধতি

সারা দেশে চালু হচ্ছে ই-পাসপোর্ট! জানুন, আবেদনের পদ্ধতি, ফি, রেজিস্ট্রেশনের পদ্ধতি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ভারতে এবার সারা দেশে চালু হতে চলেছে ই-পাসপোর্ট পরিষেবা। ১৩তম পাসপোর্ট সেবা দিবসে এই ঘোষণা করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।

এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে জয়শঙ্কর জানান, গত এক দশকে পাসপোর্ট পরিষেবায় যে “বিস্ময়কর রূপান্তর” ঘটেছে, তার জন্য দেশের ও বিদেশের সব পাসপোর্ট আধিকারিকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Passport Seva Programme (PSP) Version 2.0-এর আওতায় এবার জাতীয় স্তরে ই-পাসপোর্ট চালু হচ্ছে। নতুন এই সংস্করণে আধুনিক প্রযুক্তি এবং সিস্টেমের স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর বিশেষ ব্যবস্থা থাকছে।

ই-পাসপোর্টের বৈশিষ্ট্য:
একটি ই-পাসপোর্ট হবে কাগজ এবং ইলেকট্রনিক উভয় ধরনের। এতে একটি RFID চিপ এবং অ্যান্টেনা থাকবে, যা পাসপোর্টধারীর ব্যক্তিগত এবং বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করবে।

পাসপোর্টের কভারের নিচে ছোট সোনালি চিহ্ন দেখে ই-পাসপোর্ট চেনা যাবে।

  • সুবিধা:
  • তথ্যের সুরক্ষা অনেক বেশি
  • ফেক পাসপোর্ট তৈরি করা কঠিন
  • ইমিগ্রেশন অফিসাররা দ্রুত তথ্য যাচাই করতে পারবেন
  • চিপের মধ্যে ডিজিটালি সই করা তথ্য থাকবে

খরচ:
বর্তমানে ই-পাসপোর্টের জন্য আলাদা কোনও বাড়তি খরচ হবে না। সাধারণ পাসপোর্টের মতোই ফি ধার্য থাকবে।

পাসপোর্টের ধরনমেয়াদফি (সাধারণ)ফি (তত্কাল)
সাধারণ পাসপোর্ট (৩৬ পৃষ্ঠা)১০ বছর₹১৫০০₹৩৫০০
সাধারণ পাসপোর্ট (৬০ পৃষ্ঠা)১০ বছর₹২০০০₹৪০০০
মাইনর পাসপোর্ট৫ বছর₹১০০০₹৩০০০

ই-পাসপোর্টের জন্য আবেদন পদ্ধতি:
১. Passport Seva অফিসিয়াল ওয়েবসাইট এ যান
২. নতুন ইউজার হলে সাইন আপ করুন, না হলে লগ ইন করুন
৩. আবেদন ফর্ম পূরণ করুন
৪. নিকটবর্তী পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র (POPSK) বেছে নিন
৫. নির্ধারিত ফি অনলাইনে জমা দিন
৬. অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
৭. নির্ধারিত দিনে গিয়ে বায়োমেট্রিক ও ডকুমেন্ট ভেরিফিকেশন করান

বর্তমানে দেশের কিছু নির্ধারিত শহরে ই-পাসপোর্ট পরিষেবা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে নাগপুর, ভুবনেশ্বর, জম্মু, গোয়া, শিমলা, রায়পুর, অমৃতসর, জয়পুর, চেন্নাই, হায়দরাবাদ, সুরত ও রাঁচি। পর্যায়ক্রমে দেশের সব পাসপোর্ট অফিসে এই সুবিধা চালু হবে।

প্রশ্ন: পুরনো পাসপোর্টধারীদের নতুন ই-পাসপোর্ট নিতে বাধ্যতামূলক?
উত্তর: একদম নয়। পুরনো পাসপোর্ট তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্ক শিল্পও। ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।