Homeশিল্প-বাণিজ্যসস্তা হল গৃহঋণ: LIC হাউসিং ফিনান্স কমাল সুদের হার, নতুন হার ৭.৫০%

সস্তা হল গৃহঋণ: LIC হাউসিং ফিনান্স কমাল সুদের হার, নতুন হার ৭.৫০%

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নতুন গৃহঋণ গ্রাহকদের জন্য সুখবর! LIC হাউসিং ফিনান্স নতুন হোম লোনে সুদের হার কমিয়ে ৭.৫০% থেকে শুরু করার ঘোষণা করল। ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে এই নতুন হার ১৯ জুন, ২০২৫ থেকে কার্যকর হবে, যা সংস্থার ৩৬তম প্রতিষ্ঠা দিবসের দিন।

RBI সাম্প্রতিক রেপো রেট কমানোর সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সুদ হ্রাসের পথে হাঁটল দেশের অন্যতম বৃহৎ হাউসিং ফিনান্স সংস্থা LIC HFL। এর ফলে নতুন গৃহঋণ গ্রহীতারা আরও কম হারে ঋণ নিতে পারবেন, যা মধ্যবিত্ত এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে চাহিদা বাড়াবে বলে মনে করছে সংস্থা।

সংস্থার এমডি এবং সিইও ত্রিভুবন অধিকারী জানান, “আমাদের ৩৬তম প্রতিষ্ঠা দিবসে এই পদক্ষেপ গ্রাহকদের জন্য উপহার। আমরা সবসময় RBI-র নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের সাশ্রয়ী হারে ঋণ দেওয়ার চেষ্টা করি।’’

তিনি আরও বলেন, “বিশেষত, মধ্যবিত্ত এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে এই সুদের হার হ্রাস বাস্তব স্বপ্নকে ঘরের চাবিতে রূপান্তরিত করতে সাহায্য করবে।’’

চলতি বছরে ফেব্রুয়ারি থেকে RBI মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করেছে। RBI গভর্নর সঞ্জয় মলহোত্রা আগেই ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে সুদের হার আরও বেশি কাটার সুযোগ সীমিত। তবে বাজারে চাহিদা তৈরি করতে এবং অর্থনীতিতে গতি ফেরাতে এই ধরনের ‘ফ্রন্টলোডেড’ হ্রাস গুরুত্বপূর্ণ।

LIC Housing Finance Ltd ১৯৮৯ সালে LIC-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে প্রথম পাবলিক ইস্যু করে সংস্থা। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে শাখা রয়েছে, এমনকি দুবাইতেও একটি প্রতিনিধিত্বকারী অফিস রয়েছে। পাশাপাশি, LIC HFL Financial Services Ltd-এর শাখাগুলির মাধ্যমেও পণ্য বিতরণ করে এই হাউসিং ফিনান্স সংস্থা।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্ক শিল্পও। ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।