প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘বিকশিত ভারত’ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চালু হয়েছে এলআইসির বিমা সখী যোজনা। তথ্য অনুযায়ী, এক মাসের মধ্যে এই যোজনায় ৫০,০০০-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে।
এলআইসির তথ্য অনুযায়ী, চালু হওয়ার এক মাস পর পর্যন্ত এই যোজনায় মোট ৫২,৫১১ জন নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২৭,৬৯৫ জন বিমা সখীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং ১৪,৫৮৩ জন ইতিমধ্যেই বিমা পলিসি বিক্রি শুরু করেছেন।
এলআইসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সিদ্ধার্থ মহান্তি বলেন, “এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে অন্তত একজন বিমা সখী নিয়োগ করা আমাদের লক্ষ্য।”
এই যোজনার মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পাশাপাশি উন্নত ডিজিটাল সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাঁদের ক্ষমতায়ন করা হচ্ছে। যোজনার আওতায় বিমা সখীরা প্রথম বছর মাসে ৭,০০০, দ্বিতীয় বছর ৬,০০০ এবং তৃতীয় বছর ৫,০০০ টাকা স্টাইপেন্ড হিসেবে পাবেন।
এই স্টাইপেন্ড মূলত একটি বেসিক সাপোর্ট অ্যালাউন্স হিসাবে কাজ করবে। বিমা সখীরা তাঁদের অর্জিত বিমা ব্যবসার ভিত্তিতে কমিশনও উপার্জন করতে পারবেন। এটা তাঁদের আয়ের একটি বাড়তি উৎস হিসাবে বিবেচিত হবে।
জানা গিয়েছে, আগামী তিন বছরে ২ লক্ষ বিমা সখী নিয়োগের পরিকল্পনা করেছে এলআইসি। ১৮ থেকে ৭০ বছর বয়সী এবং ন্যূনতম দশম শ্রেণি পাস মহিলারা এই যোজনায় আবেদনের যোগ্য।
বিমা সখী যোজনাটি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে বিমা পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে কেন্দ্র।