Homeশিল্প-বাণিজ্যএলআইসি-র 'বিমা সখী যোজনা' নিয়ে আগ্রহ তুঙ্গে, এক মাসে ৫০ হাজারেরও বেশি...

এলআইসি-র ‘বিমা সখী যোজনা’ নিয়ে আগ্রহ তুঙ্গে, এক মাসে ৫০ হাজারেরও বেশি রেজিস্ট্রেশন

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘বিকশিত ভারত’ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে চালু হয়েছে এলআইসির বিমা সখী যোজনা। তথ্য অনুযায়ী, এক মাসের মধ্যে এই যোজনায় ৫০,০০০-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে।

এলআইসির তথ্য অনুযায়ী, চালু হওয়ার এক মাস পর পর্যন্ত এই যোজনায় মোট ৫২,৫১১ জন নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে ২৭,৬৯৫ জন বিমা সখীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং ১৪,৫৮৩ জন ইতিমধ্যেই বিমা পলিসি বিক্রি শুরু করেছেন।

এলআইসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সিদ্ধার্থ মহান্তি বলেন, “এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে অন্তত একজন বিমা সখী নিয়োগ করা আমাদের লক্ষ্য।”

এই যোজনার মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার পাশাপাশি উন্নত ডিজিটাল সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাঁদের ক্ষমতায়ন করা হচ্ছে। যোজনার আওতায় বিমা সখীরা প্রথম বছর মাসে ৭,০০০, দ্বিতীয় বছর ৬,০০০ এবং তৃতীয় বছর ৫,০০০ টাকা স্টাইপেন্ড হিসেবে পাবেন।

এই স্টাইপেন্ড মূলত একটি বেসিক সাপোর্ট অ্যালাউন্স হিসাবে কাজ করবে। বিমা সখীরা তাঁদের অর্জিত বিমা ব্যবসার ভিত্তিতে কমিশনও উপার্জন করতে পারবেন। এটা তাঁদের আয়ের একটি বাড়তি উৎস হিসাবে বিবেচিত হবে।

জানা গিয়েছে, আগামী তিন বছরে ২ লক্ষ বিমা সখী নিয়োগের পরিকল্পনা করেছে এলআইসি। ১৮ থেকে ৭০ বছর বয়সী এবং ন্যূনতম দশম শ্রেণি পাস মহিলারা এই যোজনায় আবেদনের যোগ্য।

বিমা সখী যোজনাটি নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে বিমা পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে কেন্দ্র।

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

তিন সরকারি ব্যাংকের বিরুদ্ধে বড় ‘অ্যাকশন’ আরবিআই-এর, গ্রাহকদের কী হবে?

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) তিনটি সরকারি ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ...

টানা দ্বিতীয় দিনে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, আইটি ও সিমেন্ট স্টকের দাপট

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) টানা দ্বিতীয় দিন ঊর্ধ্বমুখী থাকল ভারতের শেয়ার বাজার। আইটি এবং...

শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের জন্য নতুন প্রিপেড প্ল্যান চালু করল এয়ারটেল

শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস ব্যবহারের জন্য প্রিপেড প্ল্যান চালু করেছে ভারতী এয়ারটেল। টেলিকম...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে