Homeশিল্প-বাণিজ্যপণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কাউন্সিলের বৈঠকে বেশ কিছু পণ্যের উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৫৩তম জিএসটি কাউন্সিল বৈঠকে বসেন। বৈঠকে তিনি প্রধানত জিএসটি ব্যবস্থাকে সরল করার উপর গুরুত্ব দেন, যা ব্যবসায়ী মহল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। কিছু জিনিসকে জিএসটির আওতার বাইরে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেছেন, “আমি জিএসটি মূল্যায়নকারীদের (GST assessee) আশ্বাস দিতে চাই যে আমাদের উদ্দেশ্য তাঁদের জীবন সহজ করা। আমরা জিএসটি নিয়মগুলির জটিলতা কমানো নিয়ে কাজ করছি। আমি সিজিএসটির (CGST) পক্ষ থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলতে চাই যে আমরা প্রত্যেককে সহজে নোটিশ পাঠাচ্ছি না। সমস্ত সক্রিয় করদাতাদের মধ্যে মাত্র ১.৯৬% কেন্দ্রীয় জিএসটি থেকে কোনও নোটিশ পেয়েছে।”

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে। তিনি বলেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে হোস্টেল থাকা পড়ুয়াদের প্রতি ব্যক্তি প্রতি মাসে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এটি ছাত্র বা কর্মজীবী শ্রেণীর জন্য এবং ৯০ দিনের বেশি থাকার শর্তে এই ছাড় প্রযোজ্য হবে।

সরকারি মামলা কমানোর জন্য জিএসটি কাউন্সিল বিভিন্ন আপিল কর্তৃপক্ষের সামনে কর বিভাগের দ্বারা আপিল দায়ের করার জন্য একটি আর্থিক সীমা নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেছেন, ‘জিএসটি আপিল ট্রাইব্যুনালের জন্য ২০ লাখ টাকা, হাইকোর্টের জন্য ১ কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য ২ কোটি টাকার আর্থিক সীমার সুপারিশ করা হয়েছে। যদি আর্থিক সীমা জিএসটি কাউন্সিল দ্বারা নির্ধারিত সীমার থেকে কম হয় তবে কর কর্তৃপক্ষ সাধারণত আপিল করবে না।’

জিএসটি কাউন্সিল দুধের ক্যানের উপর ১২ শতাংশ হারে করের সুপারিশ করেছে। এর ফলে কৌটর দুধের দাম কিছুটা হলেও কম হবে। সমস্ত কার্টন বক্সে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। সমস্ত সোলার কুকারে ১২ শতাংশ জিএসটি হার প্রযোজ্য হবে। পাশাপাশি ফায়ার স্প্রিংকলার সহ সমস্ত ধরণের স্প্রিংকলারে ১২ শতাংশ জিএসটি হার প্রযোজ্য হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করেছেন যে কেন্দ্র সরকার পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনতে চায়। তিনি বলেছেন, এর জন্য কোনও সংশোধনের প্রয়োজন নেই। রাজ্যগুলির সঙ্গে মিলে জ্বালানিতে জিএসটি হার নির্ধারণ করতে হবে। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক প্রায় দুই মাস পরে আগস্টে হবে। তখনই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অর্থমন্ত্রী বলেছেন যে জিএসটি হারের যৌক্তিকতা নির্ধারণের জন্য একটি মন্ত্রীদের গোষ্ঠী (GoM) গঠন করা হয়েছে, যারা আগস্টে জিএসটি কাউন্সিলকে রিপোর্ট দেবে।

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্ক শিল্পও। ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।