Homeশিল্প-বাণিজ্যপণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

পণ্য ও পরিষেবা জিএসটি-তে বড় বদল, করমুক্ত রেলের একাধিক পরিষেবা

প্রকাশিত

কাউন্সিলের বৈঠকে বেশ কিছু পণ্যের উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৫৩তম জিএসটি কাউন্সিল বৈঠকে বসেন। বৈঠকে তিনি প্রধানত জিএসটি ব্যবস্থাকে সরল করার উপর গুরুত্ব দেন, যা ব্যবসায়ী মহল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। কিছু জিনিসকে জিএসটির আওতার বাইরে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী বলেছেন, “আমি জিএসটি মূল্যায়নকারীদের (GST assessee) আশ্বাস দিতে চাই যে আমাদের উদ্দেশ্য তাঁদের জীবন সহজ করা। আমরা জিএসটি নিয়মগুলির জটিলতা কমানো নিয়ে কাজ করছি। আমি সিজিএসটির (CGST) পক্ষ থেকে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলতে চাই যে আমরা প্রত্যেককে সহজে নোটিশ পাঠাচ্ছি না। সমস্ত সক্রিয় করদাতাদের মধ্যে মাত্র ১.৯৬% কেন্দ্রীয় জিএসটি থেকে কোনও নোটিশ পেয়েছে।”

অর্থমন্ত্রী আরও জানান যে ভারতীয় রেলওয়ে কর্তৃক প্ল্যাটফর্ম টিকিট, ক্লোক রুমের সুবিধা, ওয়েটিং রুমের মতো পরিষেবাগুলিকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে। তিনি বলেন যে, শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে হোস্টেল থাকা পড়ুয়াদের প্রতি ব্যক্তি প্রতি মাসে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এটি ছাত্র বা কর্মজীবী শ্রেণীর জন্য এবং ৯০ দিনের বেশি থাকার শর্তে এই ছাড় প্রযোজ্য হবে।

সরকারি মামলা কমানোর জন্য জিএসটি কাউন্সিল বিভিন্ন আপিল কর্তৃপক্ষের সামনে কর বিভাগের দ্বারা আপিল দায়ের করার জন্য একটি আর্থিক সীমা নির্ধারণ করেছে। অর্থমন্ত্রী বলেছেন, ‘জিএসটি আপিল ট্রাইব্যুনালের জন্য ২০ লাখ টাকা, হাইকোর্টের জন্য ১ কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য ২ কোটি টাকার আর্থিক সীমার সুপারিশ করা হয়েছে। যদি আর্থিক সীমা জিএসটি কাউন্সিল দ্বারা নির্ধারিত সীমার থেকে কম হয় তবে কর কর্তৃপক্ষ সাধারণত আপিল করবে না।’

জিএসটি কাউন্সিল দুধের ক্যানের উপর ১২ শতাংশ হারে করের সুপারিশ করেছে। এর ফলে কৌটর দুধের দাম কিছুটা হলেও কম হবে। সমস্ত কার্টন বক্সে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। সমস্ত সোলার কুকারে ১২ শতাংশ জিএসটি হার প্রযোজ্য হবে। পাশাপাশি ফায়ার স্প্রিংকলার সহ সমস্ত ধরণের স্প্রিংকলারে ১২ শতাংশ জিএসটি হার প্রযোজ্য হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করেছেন যে কেন্দ্র সরকার পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনতে চায়। তিনি বলেছেন, এর জন্য কোনও সংশোধনের প্রয়োজন নেই। রাজ্যগুলির সঙ্গে মিলে জ্বালানিতে জিএসটি হার নির্ধারণ করতে হবে। জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠক প্রায় দুই মাস পরে আগস্টে হবে। তখনই পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অর্থমন্ত্রী বলেছেন যে জিএসটি হারের যৌক্তিকতা নির্ধারণের জন্য একটি মন্ত্রীদের গোষ্ঠী (GoM) গঠন করা হয়েছে, যারা আগস্টে জিএসটি কাউন্সিলকে রিপোর্ট দেবে।

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

গত ৭ মাসে চা উৎপাদনে বড় পতন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ

২০২৪ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশে চা উৎপাদনে বড় পতন দেখা গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে উৎপাদন প্রায় ২০.৮% কমেছে। ছোট চা চাষিরা চা বোর্ডের কাছে চা তোলার শেষ তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

ভারতের গিগ ইকোনমিতে ডেলিভারি কর্মীদের আয় নিয়ে সমীক্ষা প্রকাশ করেছে বোরজো। সমীক্ষায় উঠে এসেছে গিগ কর্মীদের কম আয় ও কর সচেতনতার অভাবের সমস্যা।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?