শুক্রবারের লেনদেনের শেষে সামান্য লাভের সঙ্গে বন্ধ হয় ভারতের শেয়ারবাজার। বিশ্ববাজারে মন্দাভাব থাকলেও ভারতীয় বাজার তুলনামূলক ভালো পারফর্ম করেছে। তবে মার্কিন অর্থনীতিতে মন্দার ইঙ্গিতের কারণে দেশীয় প্রযুক্তি শেয়ারগুলিতে বিক্রির চাপ ছিল, যেখানে তেল-গ্যাস এবং ধাতু খাতের শেয়ার লাভবান হয়েছে।
নিফটি ফিফটি সূচক ০.০৩ শতাংশ বেড়ে সপ্তাহের লেনদেন শেষ করে, যা গত তিন সপ্তাহের মধ্যে প্রথম বার সাপ্তাহিক লাভ। সেনসেক্স এদিন ০.০৮ শতাংশ কমলেও সপ্তাহের হিসাবে ১.৬৬ শতাংশ বেড়েছে।
মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচকের মধ্যে নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.৩২ শতাংশ কমে ৪৯,১৯০-তে বন্ধ হয়, কিন্তু নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.৬৭ শতাংশ বেড়ে ১৫,৫০৪-এ পৌঁছে টানা চতুর্থ সেশন লাভের ধারা বজায় রাখে। সাপ্তাহিকভাবে, মিডক্যাপ ও স্মলক্যাপ সূচক ৫.৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সপ্তাহ জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, শুল্ক আরোপ এবং বাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেও কিছু পণ্য ইউএসএমসিএ বাণিজ্য চুক্তির আওতায় ২ এপ্রিল পর্যন্ত ছাড় পেয়েছে। তবে চিনেরউপর আরোপিত শুল্কের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি।
খাতভিত্তিক পারফরম্যান্সের ক্ষেত্রে নিফটি মিডিয়া সর্বোচ্চ ১.৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরিশোধিত তেলের দামের পতনের কারণে তেল ও গ্যাস শেয়ার বৃদ্ধি পায়, যেখানে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সূচক ০.৫৫ শতাংশ এবং নিফটি মেটাল সূচক ০.৪৩ শতাংশ বাড়ে। অন্যদিকে, নিফটি রিয়েলটি সূচক ১.১৯ শতাংশ এবং নিফটি আইটি সূচক ০.৮৫ শতাংশ হ্রাস পেয়েছে।
বিশ্লেষকদের মতে, নিফটি ২২,৩০০ পয়েন্টে শক্তিশালী সাপোর্ট পেয়েছে, যেখানে ২২,৮০০ পয়েন্টে বিক্রির চাপ রয়েছে। স্বল্পমেয়াদে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে, যেখানে ২২,৭০০-২২,৭৫০ অঞ্চল তাৎপর্যপূর্ণ রেজিস্ট্যান্স স্তর হিসেবে কাজ করতে পারে।