Homeশিল্প-বাণিজ্যUPI Lite-এ বড় পরিবর্তন! লেনদেন সীমা বেড়ে ১০০০ টাকা, ওয়ালেট সীমা এখন...

UPI Lite-এ বড় পরিবর্তন! লেনদেন সীমা বেড়ে ১০০০ টাকা, ওয়ালেট সীমা এখন ৫০০০

প্রকাশিত

ইউপিআই লাইট-এর লেনদেন সীমা বাড়িয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। যার ফলে ব্যবহারকারীরা এখন একবারে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। আগে এই সীমা ছিল ৫০০ টাকা। পাশাপাশি, ইউপিআই লাইট ওয়ালেটের সর্বোচ্চ ব্যালেন্স সীমা ২০০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে। এনপিসিআই-এর সর্বশেষ সার্কুলার অনুসারে, এই পরিবর্তনগুলি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এই পরিবর্তন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর আগের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ছোট মূল্যের ডিজিটাল লেনদেন আরও সহজ ও সুবিধাজনক করার জন্য নেওয়া হয়েছে। এনপিসিআই সমস্ত ব্যাংককে নতুন সীমা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে।

অব্যবহৃত ওয়ালেট ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে ফেরত

এনপিসিআই পেমেন্ট সার্ভিস প্রদানকারী ব্যাংক ও অ্যাপ কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে যে, অব্যবহৃত ইউপিআই লাইট ওয়ালেট ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত যাবে। এই সুবিধাটি ৩১ মার্চের মধ্যে কার্যকর করা হবে, যাতে ব্যবহারকারীরা প্রয়োজনের সময় তাদের অর্থ সহজেই পেতে পারেন। বর্তমানে, ইউপিআই লাইট ওয়ালেটে অর্থ সংযোজন করা গেলেও তা তোলার কোনো ব্যবস্থা নেই।

অটো টপ-আপ সুবিধা চালু

ব্যবহারকারীদের আরও সুবিধা দেওয়ার জন্য একটি অটো টপ-আপ ফিচার চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে, লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে ইউপিআই লাইট ওয়ালেটে সংযোজন করা হবে, যখন ব্যালেন্স কমে যাবে। ব্যবহারকারীরা তাদের পেমেন্ট অ্যাপে গিয়ে ইউপিআই লাইট সেকশনে প্রবেশ করে ‘অ্যাড মানি’ অপশন সিলেক্ট করে, নির্দিষ্ট পরিমাণ নির্বাচন করে, ব্যাংক নির্বাচন করে এবং পিন (PIN) দিয়ে নিশ্চিত করে এই ফিচার চালু করতে পারবেন। এছাড়া, গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী অটো টপ-আপের সীমা নির্ধারণ করতে পারবেন, তবে ওয়ালেটের সর্বোচ্চ ব্যালেন্স ৫০০০ পর্যন্ত থাকবে।

৫০০-এর কম লেনদেনে পিন লাগবে না

আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হল, এখন থেকে ৫০০-এর কম লেনদেনে ইউপিআই লাইট ব্যবহারকারীদের আর পিন প্রবেশ করানোর প্রয়োজন হবে না। ফলে ছোট পরিমাণ লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে।

এছাড়া, এনপিসিআই ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে যে, গত ছয় মাস ধরে নিষ্ক্রিয় থাকা ইউপিআই লাইট অ্যাকাউন্ট চিহ্নিত করতে হবে। এই অ্যাকাউন্টগুলির ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

এই আপডেটগুলির মাধ্যমে এনপিসিআই ইউপিআই লাইট-এর কার্যকারিতা আরও উন্নত করছে। এতে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত এবং ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে বলেই ধারণা।

সাম্প্রতিকতম

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

বিচারপতির বাসভবনে নগদ অর্থ, প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল সুপ্রিম কোর্ট, তদন্ত কমিটি গঠন

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে উদ্ধার হওয়া নগদ অর্থ নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিচারপতির বদলির সুপারিশের পাশাপাশি, তাকে আপাতত বিচারিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এসবিআই কার্ড ফ্লেক্সি-পে: কী ভাবে ক্রেডিট কার্ড বিলকে ইএমআই-এ বদলে নেবেন

বড় অঙ্কের ক্রেডিট কার্ড বিল ম্যানেজ করা অনেক সময় কঠিন হয়ে ওঠে। তবে এসবিআই...

সারা দেশে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ব্যাহত হতে পারে পরিষেবা!

আগামী সপ্তাহে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। আগামী ২৪ ও ২৫ মার্চ সারা দেশে...

ভারতের চাকরির বাজারে এআই-এর প্রভাব! লক্ষাধিক হোয়াইট-কলার কর্মসংস্থান সংকটে?

ভারতের চাকরির বাজারে এআই বিপ্লব! আইটি ও বিপিও খাতে লক্ষাধিক কর্মসংস্থান হারানোর আশঙ্কা প্রকাশ করলেন Atomberg-এর প্রতিষ্ঠাতা অরিন্দম পাল। কী বলছেন বিশেষজ্ঞরা?
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে