Homeশিল্প-বাণিজ্যইজরায়েলের ইরান হামলার আশঙ্কায় লাফিয়ে বাড়ল তেলের দাম, ১ ব্যারেলে ৫,৩৪৫ টাকা

ইজরায়েলের ইরান হামলার আশঙ্কায় লাফিয়ে বাড়ল তেলের দাম, ১ ব্যারেলে ৫,৩৪৫ টাকা

প্রকাশিত

ইজরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্য প্রস্তুতির খবর প্রকাশ্যে আসতেই তেলের আন্তর্জাতিক বাজারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম CNN-এর রিপোর্ট অনুযায়ী, মার্কিন গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে যে, ইজরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের দাবি।

এই খবরে মঙ্গলবার মার্কিন অপরিশোধিত তেল West Texas Intermediate (WTI)-এর দাম ৩.৫% পর্যন্ত লাফিয়ে উঠে দাঁড়ায় ব্যারেল প্রতি ৬৪.১৯ ডলারে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ₹৫,৩৪৫ (১ ডলার = ₹৮৩.৩৫ হিসেবে)।

সিঙ্গাপুর সময় সকাল ৬টা ৪৩ মিনিটে WTI-এর জুলাই ডেলিভারির দাম দাঁড়ায় ৬৩.৫৫ ডলার বা ₹৫,২৯০

অন্যদিকে, ব্রেন্ট ক্রুড অয়েলের জুলাই মাসের সেটেলমেন্ট মূল্য ০.২% কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৬৫.৩৮ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ₹৫,৪৫०

গত এক সপ্তাহ ধরেই ইরান-আমেরিকা আলোচনার ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার জেরে বাজারে অস্থিরতা বেড়েছে। এই আলোচনার মাধ্যমে ইরানের উপর থেকে তেল রপ্তানিতে জারি নিষেধাজ্ঞা উঠলে বাজারে বাড়তি সরবরাহ আসার সম্ভাবনা ছিল। কিন্তু ইজরায়েল হামলা করলে সেই সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই মঙ্গলবার বলেছেন, তিনি মনে করেন না আমেরিকার সঙ্গে এই আলোচনা ফলপ্রসূ হবে। Bloomberg Intelligence-এর বিশ্লেষণ অনুযায়ী, যদি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, তবে WTI তেলের দাম কমে ৪০ ডলার অর্থাৎ প্রায় ₹৩,৩৩৪ পর্যন্ত নেমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়বে, তেলের দাম তত বাড়বে। কারণ, বিশ্ব তেলের প্রায় এক-তৃতীয়াংশ এই অঞ্চল থেকেই সরবরাহ হয়।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

ইউপিআই লেনদেনে বাড়তি সুরক্ষা, পেটিএমে মোবাইল নম্বর থাকবে মাস্কড

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল নম্বর মাস্ক করার ফিচার আনল পেটিএম। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে চালু হল পার্সোনালাইজড ইউপিআই আইডি।

বিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস, হাঙ্গেরি, ইরানের GDP-র চেয়েও বেশি

ওয়ালটন পরিবার ফের বিশ্বের সবচেয়ে ধনী পরিবারে পরিণত হয়েছে। তাদের সম্পত্তির পরিমাণ ৪৩২ বিলিয়ন ডলার, যা গ্রিস, হাঙ্গেরি ও ইরানের GDP-র থেকেও বেশি।

ইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর কড়া নির্দেশিকা

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে নয়া বিধিনিষেধ জারি করল এনপিসিআই। নিয়ন্ত্রণে আসছে ব্যালেন্স চেক, অটো পেমেন্ট সহ একাধিক এপিআই পরিষেবা। কার্যকর ১ অগস্ট থেকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে