আট থেকে আশি সব বয়সের মানুষই আজকাল ডিজিটাল লেনদেনে অভ্যস্ত। অনেকেই ইউপিআই মারফত আর্থিক লেনদেন করেন নানান রকম ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে। এই পরিস্থিতিতে ইউপিআই পেমেন্ট অ্যাপ পেটিএম গ্রাহকদের সাইবার সুরক্ষার কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল।
এবার থেকে পেটিএম মারফত সুরক্ষিত ভাবে আর্থিক লেনদেন করার সময় গ্রাহকদের মোবাইল নম্বর মাস্ক করা বা ঢাকা থাকবে। গ্রাহকরা আর্থিক লেনদেন করার জন্য বিশেষ আইডেন্টিফায়ার তৈরি করতে পারবেন। এর ফলে মোবাইল নম্বর শেয়ার করতে হবে না। পেমেন্ট প্লাটফর্মে গ্রাহকদের সাইবার সুরক্ষা মজবুত থাকবে বলে পেটিএমের তরফে বলা হয়েছে। আপাতত ইয়েস ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ইউপিআই হ্যান্ডেলে নয়া ফিচার চালু করা হয়েছে। পার্সোনালাইজড ইউপিআই আইডি ব্যবহার করলে আর ব্যক্তিগত মোবাইল নম্বর দেখা যাবে না।
কীভাবে বানাবেন পার্সোনালাইজড ইউপিআই আইডি
- পেটিএম অ্যাপ খুলুন
- প্রোফাইল আইকন-এ ট্যাপ করুন
- UPI Settings অপশন বেছে নিন
- Manage UPI IDs অপশন-এ যান
- নিজের পছন্দ মতো পার্সোনালাইজড UPI ID বেছে নিন
- সেটিকে Primary UPI ID হিসেবে নির্বাচন করুন
পেটিএমের এই পদক্ষেপ ডিজিটাল লেনদেনকে যেমন আরও নিরাপদ করে তুলবে, তেমনি সাইবার অপরাধের আশঙ্কাও কমাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।