বিশ্ববাজারে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অস্থিরতার মাঝে, প্রখ্যাত হেজ ফান্ড ম্যানেজার ও বিলিয়নিয়ার রে ডালিও যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে চরম সতর্কবার্তা দিয়েছেন। ২০০৮ সালের মার্কিন হাউজিং সংকট সঠিকভাবে পূর্বাভাস দেওয়া ডালিও সম্প্রতি এনবিসি’র ‘Meet the Press’ অনুষ্ঠানে বলেন, “আমি মন্দার চেয়েও ভয়াবহ কিছু নিয়ে উদ্বিগ্ন, যদি বিষয়টি সঠিকভাবে সামলানো না হয়।”
ডালিওর মতে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি অত্যন্ত “বিধ্বংসী” উপায়ে কার্যকর হচ্ছে, যার প্রভাব শুধু মার্কিন অর্থনীতিতে নয়, গোটা বিশ্ববাজারেই নেতিবাচকভাবে পড়ছে। এ ছাড়াও তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জাতীয় ঋণ—যা বর্তমানে $৩৬ ট্রিলিয়নেরও বেশি—একটি “টাইম বোমা” হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, ঋণের এই মাত্রা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণ ও ব্যয়ক্ষমতাকে ব্যাপকভাবে সীমিত করে দেবে। তার মতে, নতুন উদীয়মান অর্থনীতিগুলো বিশ্ব রাজনৈতিক কাঠামোতে বড়সড় পরিবর্তন আনছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যবস্থায় মৌলিক রদবদল দেখা যাচ্ছে।
ডালিও বলেন, “বিশ্ব এখন বহুপাক্ষিকতার বদলে একপাক্ষিক ব্যবস্থার দিকে এগোচ্ছে, যেখানে সংঘর্ষের আশঙ্কা বেশি।” তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনীতি, আন্তর্জাতিক শাসনব্যবস্থা এবং প্রযুক্তি—এই ছয়টি বিষয় মানবসভ্যতার গতিপথ নির্ধারণে মুখ্য ভূমিকা রাখছে।
ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা রে ডালিওর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ১৪ বিলিয়ন ডলার। দীর্ঘদিন ধরেই তিনি মার্কিন ও বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যত সম্পর্কে স্পষ্ট ও দ্ব্যর্থহীন মন্তব্য করে আসছেন।