Homeশিল্প-বাণিজ্যটাকা লেনদেনের নতুন নিয়ম আনছে রিজার্ভ ব্যাঙ্ক, ১ নভেম্বর থেকে কার্যকর

টাকা লেনদেনের নতুন নিয়ম আনছে রিজার্ভ ব্যাঙ্ক, ১ নভেম্বর থেকে কার্যকর

প্রকাশিত

ভারতে ব্যাঙ্কিং পরিষেবা এবং পেমেন্ট সিস্টেমকে আরও সুরক্ষিত ও আধুনিক করতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) জুলাই, ২০২৪-এ ডমেস্টিক মানি ট্রান্সফার (DMT) বা দেশীয় অর্থ স্থানান্তরের জন্য নতুন নিয়মাবলি জারি করেছিল। এই নির্দেশিকা অনুযায়ী আরও শক্তিশালী “কেওয়াইসি” বা “নো ইয়োর কাস্টমার” নীতি বাধ্যতামূলক করা হয়েছে এবং এটি কার্যকর হবে আগামী ১ নভেম্বর ২০২৪ থেকে।

আরবিআই-এর এই নতুন নিয়মাবলি গৃহীত হয়েছে গ্রাহকদের তথ্য সুরক্ষা, নগদহীন লেনদেন বৃদ্ধি এবং ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করে তুলতে।

নতুন নিয়মের প্রধান দিক

১. ক্যাশ পে-আউট সার্ভিস:

ডমেস্টিক মানি ট্রান্সফারে ক্যাশ পে-আউট পরিষেবায় প্রাপক (beneficiary)-এর পূর্ণ নাম ও ঠিকানা রেকর্ড রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যাঁরা ব্যাঙ্ক একাউন্ট ব্যবহার না করেও এই পরিষেবা পেতে চান, তাঁদের জন্য এই সুবিধা প্রদান করা হবে। প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০,০০০ টাকা এবং প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ প্রাপককে সরবরাহ করা যাবে।

২. ক্যাশ পে-ইন সার্ভিস:

ডমেস্টিক মানি ট্রান্সফারে ক্যাশ পে-ইন পরিষেবায় প্রেরক (remitter)-এর মোবাইল নম্বর যাচাই এবং একটি নিজস্ব স্বাক্ষরিত “আধিকারিক বৈধ নথি” (OVD) জমা দিতে হবে। এছাড়া, প্রতিটি লেনদেন একটি অতিরিক্ত প্রমাণীকরণ পদ্ধতি (AFA)-এর মাধ্যমে যাচাই করা হবে।

৩. ক্যাশ-ভিত্তিক লেনদেনের লিমিট:

ডমেস্টিক মানি ট্রান্সফার পরিষেবায় একটি বিশেষ আইডেন্টিফায়ার সংযুক্ত থাকবে, যা নগদ-ভিত্তিক লেনদেনের সনাক্তকরণ করবে এবং প্রেরকের তথ্য অন্তর্ভুক্ত থাকবে, যা NEFT/IMPS লেনদেনের মেসেজ পাঠানো হবে।

৪. ট্যাক্স রুলসের অধীন থাকার বাধ্যবাধকতা:

প্রেরক ব্যাঙ্ক এবং তাদের ব্যবসা প্রতিনিধিদের আয়কর আইন, ১৯৬১ অনুসরণ করতে হবে, যা নগদ জমা সংক্রান্ত নিয়মাবলি মেনে চলার জন্য প্রয়োজন।

কার্ড-টু-কার্ড ট্রান্সফার এর আওতার বাইরে

কার্ড-টু-কার্ড অর্থ স্থানান্তরের উপর এই ডিএমটি নির্দেশিকা প্রযোজ্য নয়; এটি আলাদা নির্দেশিকা দ্বারা পরিচালিত হবে।

পরিবর্তনের গুরুত্ব

২০১১ সালে প্রথম চালু হওয়া ডিএমটি ফ্রেমওয়ার্কের পর থেকে ব্যাঙ্কিং আউটলেট এবং অর্থ স্থানান্তর পদ্ধতিতে উন্নয়ন ঘটেছে। বর্তমানে গ্রাহকদের জন্য রয়েছে বিভিন্ন ডিজিটাল পেমেন্টের অপশন। এই নতুন নিয়মাবলি কার্যকর করার মাধ্যমে আরবিআই আশা করছে, গ্রাহকরা আরও সুরক্ষিত, দ্রুত ও সহজে ডমেস্টিক মানি ট্রান্সফার করতে পারবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

কফ সিরাপ কাণ্ডের জের: কঠোর নির্দেশ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রকের! জানুয়ারির মধ্যে হু-এর মান মেনে চলতে হবে সব ওষুধ সংস্থাকে

টক্সিক কফ সিরাপে শিশু মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। জানুয়ারির মধ্যে সব ওষুধ কারখানাকে আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদনে নির্দেশ। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা।

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের বন্ধন ব্যাঙ্ক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।