চেন্নাই: স্যামসাং ইন্ডিয়ার শ্রীপেরুমবুদুর কারখানায় শ্রমিক ধর্মঘট আজ, শনিবার ১২ দিনে পড়ল, যার ফলে উৎপাদন কার্যত বন্ধের পথে। শ্রমিকরা তাঁদের মজুরি বৃদ্ধি এবং ইউনিয়নের স্বীকৃতির দাবিতে এই ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
চেন্নাই শহরে গত এক সপ্তাহ ধরে তীব্র গরমের কারণে তাপমাত্রা রেকর্ড ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যা ১৯২০ ও ২০০২ সালের সর্বোচ্চ তাপমাত্রার সমান। এই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও, প্রায় ৪৫ কিলোমিটার দূরে শ্রীপেরুমবুদুরে স্যামসাং ইলেকট্রনিকসের শ্রমিকরা তাঁদের দাবি নিয়ে অনড় রয়েছেন।
ধর্মঘটের সূত্রপাত হয়েছিল ৯ সেপ্টেম্বর, যা সিপিএমের শ্রমিক ইউনিয়ন (CITU)-এর সমর্থনে শুরু হয়। শ্রমিকদের অভিযোগ, স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং তাঁদের দাবি উপেক্ষা করা হচ্ছে। এই ধর্মঘটের ফলে স্যামসাং ইন্ডিয়ার উৎপাদনে মারাত্মক প্রভাব পড়েছে এবং উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থাটি।
চেন্নাইয়ের প্রচণ্ড গরমের মধ্যে শ্রমিকদের এই ধর্মঘট রাজ্যের শিল্প পরিস্থিতিতে একাধিক প্রশ্ন তুলছে। সিআইটিইউ-এর নেতৃত্বে ধর্মঘটরত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য সংস্থার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
স্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ধর্মঘটের দীর্ঘায়িত হওয়া এবং উৎপাদন কার্যক্রমে প্রভাব পড়ার কারণে সংস্থার ভবিষ্যৎ পদক্ষেপ কী হবে, তা নিয়ে জল্পনা চলছে।