Homeশিল্প-বাণিজ্যভারতের নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা, দায়িত্ব গ্রহণ বুধবার থেকে, জানুন...

ভারতের নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা, দায়িত্ব গ্রহণ বুধবার থেকে, জানুন তাঁর পরিচয়

প্রকাশিত

ভারত সরকারের রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রাকে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ২৬তম গভর্নর পদে নিয়োগ করা হয়েছে।  বর্তমান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হবেন তিনি। বুধবার থেকে এই দায়িত্ব পালন করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি তাঁর নাম চূড়ান্ত করেছে। সঞ্জয় মালহোত্রা তিন বছরের মেয়াদে এই দায়িত্ব সামলাবেন।

কে এই সঞ্জয় মালহোত্রা?

১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার সঞ্জয় মালহোত্রা একজন অভিজ্ঞ প্রশাসক। কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন আইআইটি কানপুর থেকে। এছাড়া, তিনি প্রিন্সটন ইউনিভার্সিটি (মার্কিন যুক্তরাষ্ট্র) থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স করেছেন।

তিনি শাক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন, যাঁর মেয়াদ মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪-এ শেষ হচ্ছে। শাক্তিকান্ত দাস ২০১৮ সালের ১২ ডিসেম্বর আরবিআই গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি দেশের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সঞ্জয় মালহোত্রার অভিজ্ঞতা

সঞ্জয় মালহোত্রার কর্মজীবন ৩৩ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি বিদ্যুৎ, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, খনিজ এবং কর ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। বর্তমানে তিনি অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব পদে কর্মরত। এর আগে, তিনি অর্থ মন্ত্রকের অধীনে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর সচিব পদে ছিলেন।

অর্থনীতি ও কর ব্যবস্থায় বিশেষজ্ঞ

মালহোত্রা কর নীতির ক্ষেত্রে অসামান্য দক্ষতা প্রদর্শন করেছেন, বিশেষ করে প্রত্যক্ষ ও পরোক্ষ কর ব্যবস্থায়। তাঁর অভিজ্ঞতা তাঁকে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং আরবিআই-এর কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়ক হবে।

নতুন চ্যালেঞ্জের সামনে

শাক্তিকান্ত দাসের সফল নেতৃত্বের পর, আরবিআই গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার দায়িত্ব গ্রহণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দেশের আর্থিক নীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

তিন সরকারি ব্যাংকের বিরুদ্ধে বড় ‘অ্যাকশন’ আরবিআই-এর, গ্রাহকদের কী হবে?

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) তিনটি সরকারি ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ...

টানা দ্বিতীয় দিনে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, আইটি ও সিমেন্ট স্টকের দাপট

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) টানা দ্বিতীয় দিন ঊর্ধ্বমুখী থাকল ভারতের শেয়ার বাজার। আইটি এবং...

শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের জন্য নতুন প্রিপেড প্ল্যান চালু করল এয়ারটেল

শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস ব্যবহারের জন্য প্রিপেড প্ল্যান চালু করেছে ভারতী এয়ারটেল। টেলিকম...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে