স্বল্প মাসিক সঞ্চয় দিয়ে মাত্র তিন থেকে পাঁচ বছরে ১ লাখ টাকা সঞ্চয়ের স্বপ্ন পূরণ সম্ভব! এসবিআই-এর ‘হর ঘর লাখপতি’ আরডি (Recurring Deposit) স্কিম এমনই এক সহজ এবং লক্ষ্যভিত্তিক সঞ্চয় পরিকল্পনা।
‘হর ঘর লাখপতি’ স্কিম কী?
এই স্কিম চালু করেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)। এটি সবার জন্য একটি সহজলভ্য সঞ্চয় পরিকল্পনা। এই স্কিমের উদ্দেশ্য সঞ্চয়কে আরও সহজ এবং সর্বজনীন করা। প্রাপ্তবয়স্ক থেকে নাবালক—সবাই এই স্কিমের আওতায় আসতে পারে।
মেয়াদ এবং সুদের হার
এই স্কিমে ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত (১২ মাস থেকে ১২০ মাস) সঞ্চয়ের মেয়াদ নির্বাচন করা যায়। সুদের হার প্রতিযোগিতামূলক—সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৭ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কিছু মেয়াদে ৭.২৫ শতাংশ পর্যন্ত।
মাসিক বিনিয়োগে লক্ষ্যমাত্রা পূরণ
সাধারণ নাগরিকরা প্রতি মাসে ২,৫০০ টাকা বিনিয়োগ করে ৩ বছরে ৬.৭৫ শতাংশ সুদে ১ লাখ টাকা পেতে পারবেন।
৫ বছরের জন্য প্রতি মাসে ১,৪০৭ টাকা বিনিয়োগ করেও এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব।
প্রবীণ নাগরিকদের জন্য, ৩ বছরে ২,৪৮০ টাকা বা ৫ বছরে ১,৩৮৯ টাকা বিনিয়োগ যথাক্রমে ৭.২৫ শতাংশ এবং ৭ শতাংশ সুদে একই পরিমাণ রিটার্ন মিলবে।
প্রধান বৈশিষ্ট্য এবং শর্তাবলি
১. যৌথ অ্যাকাউন্ট খোলার সুযোগ এবং ১০+ বয়সের নাবালকেরা স্বতন্ত্রভাবে অ্যাকাউন্ট খুলতে পারে।
২. এসবিআই শাখায় গিয়ে বা অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়।
৩. নির্ধারিত সময়ের আগে টাকা তুললে বা কিস্তি মিস করলে সামান্য জরিমানা প্রযোজ্য।