ভারতের শেয়ারবাজারের অন্যতম সূচক সেনসেক্স টানা পাঁচদিন ধরে নিম্নমুখী রয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) বিশ্ববাজারের দুর্বল প্রবণতার কারণে সেনসেক্স এবং নিফটি ফিফটি, উভয়ই লাল সংকেতে বন্ধ হয়।
সেনসেক্স ২০১ পয়েন্ট বা ০.২৭ শতাংশ কমে ৭৩,৮২৮.৯১ পয়েন্টে বন্ধ হয়। নিফটি ফিফটি সূচক ৭৩ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ কমে ২২,৩৯৭.২০ পয়েন্টে নেমে আসে।
তবে, বিগত পাঁচ দিনের ধারাবাহিক পতনের মধ্যেও সেনসেক্স মাত্র ০.৭০ শতাংশ হারিয়েছে, যা বড় ধরনের পতন এড়াতে সক্ষম হয়েছে। অন্যদিকে, নিফটি ফিফটি মার্চ মাসে ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিন পতনের সম্মুখীন হয়।
এশিয়ার প্রায় সমস্ত শেয়ারবাজার বৃহস্পতিবার শুরুতে ইতিবাচক থাকলেও পরে নিম্নমুখী হয়ে পড়ে। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে নতুন আশঙ্কা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। তবে মার্কিন বাজারে আগের দিন ইতিবাচক লেনদেন হলেও এশিয়ার বাজারে বিনিয়োগকারীদের মনোভাব সতর্কই ছিল।