বুধবার (১২ মার্চ, ২০২) শেয়ারবাজারে বড় প্রযুক্তি সংস্থাগুলোর ক্ষতির কারণে সেনসেক্স ও নিফটি ফিফটি সূচক পতন সঙ্গী করেই বন্ধ হয়েছে। ইনফোসিস, টিসিএস এবং এইচসিএল টেক-সহ বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থা বড় ধাক্কা খেয়েছে।
সেনসেক্স ৭৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে ৭৪,০২৯.৭৬ পয়েন্টে এবং নিফটি ফিফটি সূচক ২৭ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে ২২,৪৭০.৫০ পয়েন্টে দিন শেষ করেছে।
মিডক্যাপ ও স্মলক্যাপে বেশি পতন
মিড এবং স্মল-ক্যাপ স্টকগুলো মূল সূচকের তুলনায় বেশি ক্ষতির মুখে পড়েছে। বিএসই মিডক্যাপ ০.৫৭ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ০.৪৮ শতাংশ হ্রাস পেয়েছে।
এই একদিনে বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলোর সম্মিলিত বাজার মূলধন ৩৯৪ লাখ কোটি টাকা থেকে কমে ৩৯৩ লাখ কোটির নিচে নেমে গেছে, ফলে বিনিয়োগকারীদের ১ লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
বাজারে ধসের কারণ
বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব এবং বৈশ্বিক অর্থনীতির শ্লথ গতির শঙ্কা বাজারের ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়া বিদেশি বিনিয়োগের পতন, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস এবং রুপির অবমূল্যায়ন বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তুলেছে।
গবেষকরা বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রে মন্দার শঙ্কা বাজারের গতিপথ প্রভাবিত করছে। যদিও শহর ও গ্রামাঞ্চলে চাহিদা বাড়ছে এবং বাজারের মূল্যায়ন পাঁচ বছরের গড় স্তরে স্থিতিশীল, তবু বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ কম।”
নিফটি ফিফটি-র সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্টক
নিফটি ফিফটি সূচকের মধ্যে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে ইনফোসিস, টিসিএস, ভারতী এয়ারটেল, অ্যাক্সিস ব্যাংক ও এইচসিএল টেক।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্টক:
- ইনফোসিস: ৪.২৬ শতাংশ পতন
- উইপ্রো: ৩.৩১ শতাংশ পতন
- টেক মাহিন্দ্রা: ২.৭৭ শতাংশ পতন
- নেসলে: ২.৪৮ শতাংশ পতন
- টিসিএস: ১.৯৩ শতাংশ পতন
- এইচসিএল টেক: ১.৭৪ শতাংশ পতন
নিফটি ফিফটি-এর ৩১টি স্টক লাল সংকেতে দিন শেষ করেছে।
নিফটি ফিফটি-এর শীর্ষ লাভজনক স্টক:
- ইন্ডাসইন্ড ব্যাংক: ৪.৩৮ শতাংশ বৃদ্ধি
- টাটা মোটরস: ৩.১২ শতাংশ বৃদ্ধি
- কোটাক মাহিন্দ্রা ব্যাংক: ২.৪৫ শতাংশ বৃদ্ধি
- বাজাজ ফিনান্স: ১.৭৩ শতাংশ বৃদ্ধি
বিশ্লেষকদের মতে, বাজারের চলমান পতন ও বিশ্ব অর্থনীতির শঙ্কার মধ্যে বিনিয়োগকারীদের আরও সতর্ক থাকতে হবে।