Homeশিল্প-বাণিজ্যগত ৭ মাসে চা উৎপাদনে বড় পতন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ

গত ৭ মাসে চা উৎপাদনে বড় পতন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

২০২৪ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশের চা উৎপাদনে বড় পতন ঘটেছে, যা সাধারণত আগে দেখা যায়নি। ভারতীয় চা সংস্থা (ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন বা ITA) এই পতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, আর ছোট চা চাষিরা চা বোর্ডের কাছে বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য চা তোলার শেষ তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

চা বোর্ডের পরিসংখ্যান অনুসারে, জাতীয়ভাবে চা উৎপাদন ১৩.৪% কমে ৮ কোটি ৫৮ লক্ষ কেজিতে নেমে এসেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬৩.৮ কোটি কেজি চা উৎপাদন হলেও ২০২৪ সালের একই সময়ে তা কমে ৫৫.২ কোটি কেজিতে দাঁড়িয়েছে।

তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পতন আরও তীব্র হয়েছে। ৩ কোটি ৯৫ লক্ষ কেজি উৎপাদন কমেছে, যা ২০.৮% হ্রাসের সমান। ২০২৩ সালের প্রথম সাত মাসে পশ্চিমবঙ্গের চা উৎপাদন ছিল ১৯ কোটি কেজি, যা ২০২৪ সালে নেমে এসেছে ১৫ কোটি কেজিতে। সামগ্রিকভাবে, উত্তর ভারতের চা উৎপাদন ১৪.৬% কমেছে। অসমে উৎপাদন ১১.৭% কমেছে।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

ITA-এর চেয়ারম্যান হেমন্ত বাঙ্গুর জানান, এই ফসলের ক্ষতি নিয়ে তারা উদ্বিগ্ন। “মূল্য কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মূল্যের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়,” তিনি বলেন। বাঙ্গুর আরও জানান, জলবায়ু পরিবর্তন এবং কিছু কীটনাশকের উপাদানের ব্যবহার কমিয়ে আনার কারণে এই পতন ঘটেছে। তিনি বলেন, “কীটনাশকের ব্যবহার ক্রমশই কমে আসবে, এটাই বাস্তবতা। ITA এখন চা গবেষণা সংস্থার (TRA) সাথে মিলে এমন উপাদান বের করার চেষ্টা করছে যা FSSAI-এর নির্দেশিকা অনুযায়ী হবে।”

ভারতীয় ছোট চা চাষি সমিতির (CISTA) সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ছোট চা চাষিরা এখন চা বোর্ডের কাছে চা তোলার শেষ তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন যাতে তারা উৎপাদনের ক্ষতি কিছুটা পূরণ করতে পারেন।

এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চা শিল্পের সকল স্তরে নতুন উদ্যোগ এবং পদ্ধতির প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে নতুন প্রযুক্তি এবং ফসলের সুরক্ষা কৌশল গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

৯ জুলাই দেশ জুড়ে শ্রমিক ধর্মঘট, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

৯ জুলাই দেশজুড়ে ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে শামিল হচ্ছে ব্যাঙ্ক শিল্পও। ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে, প্রভাব পড়তে পারে এটিএম পরিষেবাতেও।

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।