Homeশিল্প-বাণিজ্যসোনার পর এ বার রুপোয় হলমার্ক বাধ্যতামূলক করার উদ্যোগ

সোনার পর এ বার রুপোয় হলমার্ক বাধ্যতামূলক করার উদ্যোগ

প্রকাশিত

রুপো এবং রুপোর তৈরি সামগ্রীতে হলমার্কিং বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে কেন্দ্র। সোমবার বিআইএস (বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই বিষয়ে বড় ঘোষণা করেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানান, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং গুজরাত, কর্নাটক-সহ বিভিন্ন রাজ্যের সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিআইএস-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বিআইএস সমস্ত অংশীদারদের মতামত নিচ্ছে এবং সম্ভাব্যতা যাচাই করছে। সমস্ত প্রক্রিয়া শেষ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘‘ক্রেতা, গয়না ব্যবসায়ী, এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে আমরা বিষয়টি নিয়ে এগোচ্ছি।’’

অনুষ্ঠানে বিআইএসের ডিজি প্রমোদ কুমার তিওয়ারি দাবি করেন, ‘‘আমরা ৩ থেকে ৬ মাসের মধ্যে রুপোয় হলমার্কিং চালু করার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে।’’ গয়নায় কীভাবে ছ’সংখ্যা এবং অক্ষরের কোড বসানো হবে, তা নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করা হয়। বর্তমানে দেশের ৩৬১টি জেলায় এই ব্যবস্থা কার্যকর। এবার রুপোয়ও একই রকম ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে সরকার।

সাম্প্রতিকতম

২০২৫ সালের কীর্তি চক্র এবং শৌর্য চক্র পুরস্কারপ্রাপক কারা? জানুন তাঁদের লড়াইয়ের গল্প

৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বীরত্ব প্রদর্শনের জন্য মেজর মনজিৎ এবং নাইক দিলওয়ার খানকে কীর্তি চক্র প্রদান করেছেন।

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

আরও পড়ুন

তিন সরকারি ব্যাংকের বিরুদ্ধে বড় ‘অ্যাকশন’ আরবিআই-এর, গ্রাহকদের কী হবে?

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) তিনটি সরকারি ব্যাংকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ...

টানা দ্বিতীয় দিনে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, আইটি ও সিমেন্ট স্টকের দাপট

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) টানা দ্বিতীয় দিন ঊর্ধ্বমুখী থাকল ভারতের শেয়ার বাজার। আইটি এবং...

শুধুমাত্র ভয়েস কল ও এসএমএসের জন্য নতুন প্রিপেড প্ল্যান চালু করল এয়ারটেল

শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস ব্যবহারের জন্য প্রিপেড প্ল্যান চালু করেছে ভারতী এয়ারটেল। টেলিকম...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে