ডাকঘর এজেন্টদের জন্য এজেন্সি নবীকরণ আরও সহজ হল। রাজ্য অর্থদপ্তরের আওতাধীন স্বল্প সঞ্চয় বিভাগ নতুন নির্দেশিকায় জানাল, এবার থেকে আর বাধ্যতামূলক নয় গেজেটেড অফিসারের দেওয়া ‘কনডাক্ট সার্টিফিকেট’। তার বদলে হেড পোস্টমাস্টার বা সাব পোস্টমাস্টারের দেওয়া শংসাপত্রও গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে।
এতদিন এজেন্সি নবীকরণের ক্ষেত্রে দু’টি শংসাপত্র জমা দিতে হত, যা সাধারণত এলাকার জনপ্রতিনিধি ও গেজেটেড অফিসারদের থেকে সংগ্রহ করা হত। অনেক ক্ষেত্রেই এই শংসাপত্র পেতে এজেন্টদের সমস্যায় পড়তে হত। এবার সেই সমস্যা অনেকটাই মিটতে চলেছে।
ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল দাস জানিয়েছেন, “আমরা গোড়া থেকেই গেজেটেড অফিসারের শংসাপত্রের বিরোধিতা করেছি। রাজ্যে যেখানে স্ব-প্রত্যয়ন চালু রয়েছে, সেখানে এই বাধ্যবাধকতা অযৌক্তিক ছিল। এখন এই পরিবর্তন হওয়ায় আমরা খুশি।”
এছাড়াও, যেসব মহিলা এজেন্টের দুই ধরনের এজেন্সি রয়েছে— ‘স্যাস’ (SAS) এবং ‘এমপিকেবিওয়াই’ (MPKBY), তাঁদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। তাঁদের এজেন্সি নবীকরণে আয়ের প্রমাণ হিসেবে শুধু একটি ‘২৬ এএস’ ফর্ম জমা দিলেই চলবে বলে জানানো হয়েছে নতুন নির্দেশিকায়।
নতুন এই নিয়ম কার্যকর হলে রাজ্যের কয়েক হাজার ডাকঘর এজেন্টের কাজে সাশ্রয় ও স্বস্তি— এমনটাই মত স্বল্প সঞ্চয় ক্ষেত্রে যুক্ত বিভিন্ন মহলের।