Homeশিল্প-বাণিজ্যডাকঘর এজেন্টদের বড় স্বস্তি, এজেন্সি নবীকরণে শংসাপত্রের নিয়মে ছাড়

ডাকঘর এজেন্টদের বড় স্বস্তি, এজেন্সি নবীকরণে শংসাপত্রের নিয়মে ছাড়

প্রকাশিত

ডাকঘর এজেন্টদের জন্য এজেন্সি নবীকরণ আরও সহজ হল। রাজ্য অর্থদপ্তরের আওতাধীন স্বল্প সঞ্চয় বিভাগ নতুন নির্দেশিকায় জানাল, এবার থেকে আর বাধ্যতামূলক নয় গেজেটেড অফিসারের দেওয়া ‘কনডাক্ট সার্টিফিকেট’। তার বদলে হেড পোস্টমাস্টার বা সাব পোস্টমাস্টারের দেওয়া শংসাপত্রও গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে।

এতদিন এজেন্সি নবীকরণের ক্ষেত্রে দু’টি শংসাপত্র জমা দিতে হত, যা সাধারণত এলাকার জনপ্রতিনিধি ও গেজেটেড অফিসারদের থেকে সংগ্রহ করা হত। অনেক ক্ষেত্রেই এই শংসাপত্র পেতে এজেন্টদের সমস্যায় পড়তে হত। এবার সেই সমস্যা অনেকটাই মিটতে চলেছে।

ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল দাস জানিয়েছেন, “আমরা গোড়া থেকেই গেজেটেড অফিসারের শংসাপত্রের বিরোধিতা করেছি। রাজ্যে যেখানে স্ব-প্রত্যয়ন চালু রয়েছে, সেখানে এই বাধ্যবাধকতা অযৌক্তিক ছিল। এখন এই পরিবর্তন হওয়ায় আমরা খুশি।”

এছাড়াও, যেসব মহিলা এজেন্টের দুই ধরনের এজেন্সি রয়েছে— ‘স্যাস’ (SAS) এবং ‘এমপিকেবিওয়াই’ (MPKBY), তাঁদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। তাঁদের এজেন্সি নবীকরণে আয়ের প্রমাণ হিসেবে শুধু একটি ‘২৬ এএস’ ফর্ম জমা দিলেই চলবে বলে জানানো হয়েছে নতুন নির্দেশিকায়।

নতুন এই নিয়ম কার্যকর হলে রাজ্যের কয়েক হাজার ডাকঘর এজেন্টের কাজে সাশ্রয় ও স্বস্তি— এমনটাই মত স্বল্প সঞ্চয় ক্ষেত্রে যুক্ত বিভিন্ন মহলের।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

ইউপিআই লেনদেনে বাড়তি সুরক্ষা, পেটিএমে মোবাইল নম্বর থাকবে মাস্কড

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল নম্বর মাস্ক করার ফিচার আনল পেটিএম। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে চালু হল পার্সোনালাইজড ইউপিআই আইডি।

বিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস, হাঙ্গেরি, ইরানের GDP-র চেয়েও বেশি

ওয়ালটন পরিবার ফের বিশ্বের সবচেয়ে ধনী পরিবারে পরিণত হয়েছে। তাদের সম্পত্তির পরিমাণ ৪৩২ বিলিয়ন ডলার, যা গ্রিস, হাঙ্গেরি ও ইরানের GDP-র থেকেও বেশি।

ইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর কড়া নির্দেশিকা

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে নয়া বিধিনিষেধ জারি করল এনপিসিআই। নিয়ন্ত্রণে আসছে ব্যালেন্স চেক, অটো পেমেন্ট সহ একাধিক এপিআই পরিষেবা। কার্যকর ১ অগস্ট থেকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে