শেষ দু’দিনের বৃদ্ধি থামিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) ভারতীয় শেয়ারবাজার ফের নিম্নমুখী। নিফটি ৫০ সূচক প্রায় এক শতাংশ হ্রাস পেয়েছে। ব্যাংকিং শেয়ারগুলিতে দুর্বলতা, বিশেষত এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের পতন, বাজারে এই প্রভাব ফেলেছে। বৈশ্বিক দুর্বল সংকেত এবং বছরের শেষ লগ্নে বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ শেয়ার থেকে দূরে থাকার প্রবণতা শেয়ার বাজারে মন্দার কারণ হিসাবে উঠে এসেছে।
নিফটি ফিফটি সূচক ১৬৯ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে ২৩,৬৪৪.৯০ পয়েন্টে বন্ধ হয়। সেনসেক্সও ৪৫১ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ কমে ৭৮,২৪৮.১৩ পয়েন্টে শেষ হয়। নিফটি সূচকের ৫০টি শেয়ারের মধ্যে ৩৮টি লাল চিহ্নে শেষ হয়েছে।
এ দিন নিফটির পতনের অন্যতম কারণ এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং টাটা মোটর্সের শেয়ার মূল্যহ্রাস। ব্যাংকিং এবং আর্থিক সূচকগুলিতে ব্যাপক পতন দেখা গিয়েছে। নিফটি ব্যাংক সূচক ০.৭০ শতাংশ কমেছে। পিএসইউ ব্যাংক সূচক ১.১৮ শতাংশ এবং প্রাইভেট ব্যাংক সূচক ০.৬৩ শতাংশ হ্রাস পেয়েছে।
মিডিয়া (১.৮৭ শতাংশ), রিয়েলটি (১.৫৪ শতাংশ), অটো (১.৪৩ শতাংশ) এবং মেটাল (১.২৭ শতাংশ) সূচকগুলিতে ২ শতাংশ পর্যন্ত পতন হয়েছে। অন্যদিকে, হেলথকেয়ার এবং ফার্মা সূচকগুলি এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক নীতির অনিশ্চয়তা এবং শক্তিশালী মার্কিন ডলার ও বন্ড ইল্ড বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকির আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের নীতি ভারতীয় রুপির বিপরীতে ডলারের গতিবিধি, বিদেশি মূলধন প্রবাহ এবং মার্কিন ফেডারাল রিজার্ভের নীতি গঠনে বড় প্রভাব ফেলতে পারে।
এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের শেয়ার বাজারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।