বুধবার (২৯ জানুয়ারি) পরপর দ্বিতীয় দিন শক্তিশালী অবস্থানে থেকে লেনদেন শেষ করল ভারতের শেয়ার বাজার। আইটি ও ব্যাঙ্কিং শেয়ারে ব্যাপক কেনাকাটা এবং বিস্তৃত বাজারে ভ্যালু বাইং এই উত্থানের প্রধান কারণ। পাশাপাশি, অপরিশোধিত তেলের দাম হ্রাস পাওয়ায় বাজারে ইতিবাচক মনোভাব বজায় ছিল।
নিফটি ৫০ সূচক ২১৩.৫০ পয়েন্ট বা ০.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,১৭০ স্তরে বন্ধ হয়েছে। সেনসেক্স ৬৮২ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৬,৫৮৩-এ পৌঁছেছে। মাঝারি ও ক্ষুদ্র শেয়ারে শক্তিশালী পুনরুদ্ধার দেখা গিয়েছে। নিফটি মিডক্যাপ ১০০ সূচক ২.৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২,৭২৪ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ৩.৩২ শতাংশ লাফিয়ে ১৬,৫৪০-তে পৌঁছেছে।
ক্ষুদ্র ও মাঝারি শেয়ারে ব্যাপক উত্থান
সাম্প্রতিক বাজার সংশোধনের ফলে অনেক শেয়ার ওভারসোল্ড জোনে পৌঁছে গিয়েছিল, যার ফলে আজ বড় রিবাউন্ড দেখা গেছে।
নিফটি স্মলক্যাপ ১০০-এর ২৫টি শেয়ার ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইনক্স উইন্ড সর্বোচ্চ ২০ শতাংশ বেড়েছে, গুজরাত মিনারেল ডেভেলপমেন্ট ১৩ শতাংশ লাফ দিয়েছে।
মিডক্যাপ শেয়ারগুলিতেও উল্লেখযোগ্য উত্থান হয়েছে। সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কেপিআইটি টেকনোলজিস ৮.৮ শতাংশ ও পারসিস্ট্যান্ট সিস্টেম ৬.২ শতাংশ বেড়েছে।
আইটি শেয়ারে বড়সড় উত্থান
মার্কিন বাজারে টেক-লিড রিবাউন্ডের প্রভাবে ভারতীয় আইটি স্টকগুলিও শক্তিশালী প্রত্যাবর্তন করেছে।
নিফটি আইটি সূচক ২.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২,৯১৪.৫০ পয়েন্টে পৌঁছেছে। এই উত্থান ১০ জানুয়ারির পর সর্বোচ্চ একদিনের বৃদ্ধি।
নজর এখন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে
শেয়ার বাজারের নজর এখন মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত ঘোষণার দিকে। বাজারের প্রত্যাশা, সুদের হার অপরিবর্তিত থাকবে, তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, এটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফেড বৈঠক। মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ট্রাম্পের সুদের হার কমানোর দাবির প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটাই এখন বিনিয়োগকারীদের মূল আগ্রহের বিষয়।