Homeশিল্প-বাণিজ্যচিনের বিরুদ্ধে ১০৪% শুল্ক কার্যকর ট্রাম্পের, টানা চতুর্থবার পতন মার্কিন শেয়ারবাজারে, শঙ্কায়...

চিনের বিরুদ্ধে ১০৪% শুল্ক কার্যকর ট্রাম্পের, টানা চতুর্থবার পতন মার্কিন শেয়ারবাজারে, শঙ্কায় বিশ্ব অর্থনীতি

প্রকাশিত

ওয়াশিংটন ও বেইজিং: অবশেষে কার্যকর হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বিস্ফোরক শুল্ক যুদ্ধ। মঙ্গলবার মধ্যরাতের পরপরই চিনের আমদানিকৃত পণ্যের উপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর করল মার্কিন প্রশাসন। ট্রাম্পের এই ঘোষণার পর থেকেই ব্যাপকভাবে পড়েছে বিশ্ববাজার, আর তার জেরে সঙ্কটে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য কাঠামো।

গত সপ্তাহে ট্রাম্প প্রথমবার এই শুল্কের ঘোষণা দেন এবং এর ফলেই টানা চতুর্থ দিনের মতো পড়ল এসঅ্যান্ডপি ৫০০ সূচক। মঙ্গলবার মার্কিন এই সূচক ৫,০০০-র নিচে নেমে আসে, যা প্রায় এক বছর পর দেখা গেল। বাজারে ভয়াবহ পতনের জেরে মাত্র চার দিনেই প্রায় ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্য হারিয়েছে বিভিন্ন সংস্থার শেয়ার।

চীনের উপর কড়া আঘাত, আলোচনায় ‘বন্ধুরা’

ট্রাম্পের এই শুল্কনীতির কেন্দ্রবিন্দু চিন হলেও, প্রশাসন জানিয়ে দিয়েছে— চীনের সঙ্গে তড়িঘড়ি করে কোনও আলোচনা নয়। বরং জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি সহ ৭০টির বেশি দেশের সঙ্গে আলাদা করে আলোচনা শুরু করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট বলেন,“এইগুলো সব বিশেষভাবে তৈরি চুক্তি… অনেক দেশের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু একসঙ্গে এতগুলো দেশকে সময় দেওয়া সম্ভব নয়।”

হোয়াইট হাউসের আর্থিক উপদেষ্টা কেভিন হ্যাসেট জানিয়েছেন, আপাতত অগ্রাধিকার পাচ্ছে মিত্র দেশগুলো। চীনের বিরুদ্ধে নেওয়া এই কড়া পদক্ষেপ ট্রাম্পের ‘চাপের কৌশল’ বলে মনে করছে আন্তর্জাতিক মহল, তবে বেইজিং একে ‘হুমকি’ হিসেবে দেখছে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

জবাব দিচ্ছে বিশ্ব

এই মুহূর্তে কেবল চিন নয়, কানাডাও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে কিছু মার্কিন যানবাহনের উপর, যা কার্যকর হয়েছে একইসঙ্গে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, “এই বাণিজ্য সংকটের জন্য ট্রাম্পই দায়ী— এবং কানাডা সজাগ এবং শক্তভাবে জবাব দিচ্ছে।”

দামবৃদ্ধির আশঙ্কা মার্কিন নাগরিকদের

এক সমীক্ষায় উঠে এসেছে— প্রতি চারজন আমেরিকানের মধ্যে তিনজনই মনে করছেন, এই শুল্ক কার্যকর হলে পণ্যের দাম বাড়বে। ইতিমধ্যেই একাধিক চিপ নির্মাতা সংস্থা তাদের গ্রাহকদের জানিয়ে দিয়েছে যে, তারা শুল্কজনিত অতিরিক্ত খরচ বসাবে। অনেক পোশাক নির্মাতা অর্ডার বাতিল এবং নতুন কর্মী নিয়োগ বন্ধ করেছে।
উদাহরণ স্বরূপ, এখন যেসব ভিয়েতনামে তৈরি রানিং শু ১৫৫ ডলারে বিক্রি হচ্ছে, সেগুলির দাম বাড়িয়ে ২২০ ডলার হবে বলে জানিয়েছে একটি শিল্প গোষ্ঠী।

একজন নিউ জার্সির বাসিন্দা বলেন,“আমি এখন সবকিছুর ডাবল কিনছি— ডাল, ময়দা, টিনজাত খাবার… সবকিছু। সামনে কী হয় বলা যায় না।”

ইউরোপের প্রস্তুতিও চূড়ান্ত

ইউরোপীয় ইউনিয়ন পাল্টা ব্যবস্থা নিতে তৈরি এবং কিছু মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর পরিকল্পনা করেছে— এর মধ্যে রয়েছে সয়াবিন, বাদাম, সসেজ ইত্যাদি। তবে বোরবন এবং হুইস্কির মতো কিছু পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইউরোপীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে— ট্রাম্পের শুল্ক নীতির জেরে এই শিল্প ইউরোপ ছেড়ে আমেরিকামুখী হতে বাধ্য হবে।

বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার ঘিরে ট্রাম্পের এই ‘বিশেষভাবে তৈরি’ শুল্কনীতি এখন গোটা বিশ্ববাণিজ্য ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে— এই লক্ষ্যভিত্তিক আঘাত আদৌ সফল হবে কি? না কি গোটা বিশ্বেই মূল্যবৃদ্ধি এবং মন্দার আশঙ্কা বাড়িয়ে তুলবে?

পড়ুন: আবারও মার্কিন-চিন শুল্ক যুদ্ধ, ধস শেয়ার বাজারে! আশার আলো ওয়ারেন বাফেটের দর্শনে

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। জানুন কীভাবে সঠিকভাবে পর্দা, বাতাস চলাচল ও সহজ কিছু ঘরোয়া উপায়ে স্বস্তি মিলবে।

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।

আরও পড়ুন

ঋণে হাঁপিয়ে উঠছে দেশের মধ্যবিত্ত, সঞ্চয় সর্বনিম্নে: আশঙ্কা বিশ্লেষকের

ভারতের মধ্যবিত্ত পরিবারগুলির ৫–১০ শতাংশ বর্তমানে ঋণের জালে আটকে রয়েছে বলে দাবি বিশ্লেষক সৌরভ মুখার্জিয়ার। সহজে ঋণপ্রাপ্তি ও সোশ্যাল মিডিয়ার চাপে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গলা অবধি ঋণে ডুবে পাকিস্তান, যুদ্ধ করার সামর্থ আছে কি ইসলামাবাদের?

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ চালানো বাস্তবে কতটা সম্ভব? বিশ্লেষণে উঠে এল চরম সংকটের ছবি।

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে