Homeশিল্প-বাণিজ্যইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর...

ইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর কড়া নির্দেশিকা

প্রকাশিত

নয়া ইউপিআই নীতি জারি করল এনপিসিআই। ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে নতুন নিয়মাবলি, কার্যকর হবে ১ অগস্ট থেকে। গ্রাহকদের স্বয়ংক্রিয় পেমেন্ট, ব্যালেন্স চেকের মতো একাধিক সুবিধায় আসছে সীমাবদ্ধতা।

বছরের পর বছর ধরে ডিজিটাল লেনদেনে নির্ভরশীল হয়ে পড়া ভারতীয়দের কাছে এবার বড়সড় পরিবর্তন আসছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবস্থায়। কেন্দ্রের নির্দেশে নতুন একটি সার্কুলার জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সেখানে গুগ‌ল পে, ফোনপে-সহ সমস্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ব্যাঙ্ককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে— UPI ব্যবস্থায় ১০টি জনপ্রিয় API বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস-কে নিয়ন্ত্রণে আনতে হবে।

এই বিধিনিষেধ কার্যকর করতে হবে ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে। এরপর ১ অগস্ট ২০২৫ থেকে দেশের কোটি কোটি ইউপিআই ব্যবহারকারীর জন্য বদলে যাবে একাধিক পরিষেবা ব্যবহারের ধরন।

কী কী পরিবর্তন আসছে ইউপিআই লেনদেনে?

  • অটো পেমেন্ট বা স্বয়ংক্রিয় বিল পেমেন্ট বন্ধ থাকবে ব্যস্ত সময়ে
    🔹 সময়সীমা: সকাল ১০টা – দুপুর ১টা, বিকেল ৫টা – রাত ৯.৩০টা
    🔹 এই সময়সীমার বাইরে অটো পেমেন্ট চালু থাকবে।
  • ব্যালেন্স চেকের ক্ষেত্রে সীমাবদ্ধতা
    🔹 প্রতিটি ব্যবহারকারীর জন্য দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেকের অনুমতি।
    🔹 যদি কেউ একাধিক অ্যাপ (যেমন Paytm, PhonePe) ব্যবহার করেন, সম্মিলিতভাবে ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে।
  • প্রতি দিন সর্বাধিক ২৫ জনকে পেমেন্ট পাঠানোর অনুমতি
    🔹 এটি মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত UPI কনট্যাক্ট তালিকা অনুযায়ী কার্যকর হবে।
  • লেনদেনের অবস্থা জানার জন্যও নির্দিষ্ট সীমা নির্ধারিত হচ্ছে।
    🔹 নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যকবারই ব্যবহার করা যাবে।

নির্দেশ লঙ্ঘনে শাস্তির বিধান

NPCI-এর ২১ মে তারিখের সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, এই নির্দেশ মানা না হলে ব্যাঙ্ক বা পেমেন্ট প্রোভাইডারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি গ্রাহকদের ইউপিআই পরিষেবা স্থগিত করা বা জরিমানা করা হতে পারে।

পেমেন্ট সংস্থাগুলির জন্য ‘মুচলেকা’ বাধ্যতামূলক

৩১ অগস্টের মধ্যে প্রত্যেক পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে NPCI-র কাছে জমা দিতে হবে একটি মুচলেকা (declaration)। সেখানে প্রতিটি API-এর সীমাবদ্ধতা, সুরক্ষা ও ব্যবহারের পরিসংখ্যান জানাতে হবে।

কেন এই সিদ্ধান্ত?

NPCI-র বক্তব্য, দিনে কোটি কোটি ইউপিআই লেনদেন হয় ভারতে। এর মধ্যে অযাচিত অনুরোধ, সার্ভার লোড ও অতিরিক্ত API ব্যবহার অনেক সময় ব্যাঙ্কিং সিস্টেমকে ধাক্কা দেয়। পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

সাধারণ গ্রাহকদের করণীয়:

  1. যাঁরা অটো পেমেন্ট ব্যবহার করেন, তাঁদের সময়মতো সেটিংস আপডেট করে নিতে হবে।
  2. ব্যালেন্স চেক বা পেমেন্ট রিকোয়েস্ট যেন সীমার মধ্যে থাকে, তা নজরে রাখতে হবে।
  3. যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট অ্যাপের কাস্টমার কেয়ার অথবা ব্যাঙ্কের সহায়তা নিতে হবে।

এই নির্দেশ কার্যকর হলে ইউপিআই লেনদেনে গতি কিছুটা শ্লথ হলেও, সার্বিক সুরক্ষা ও স্থায়িত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এই পরিবর্তন গ্রাহকদের কতটা প্রভাবিত করবে, তা দেখা যাবে আগামী দিনে।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

ইউপিআই লেনদেনে বাড়তি সুরক্ষা, পেটিএমে মোবাইল নম্বর থাকবে মাস্কড

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল নম্বর মাস্ক করার ফিচার আনল পেটিএম। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে চালু হল পার্সোনালাইজড ইউপিআই আইডি।

বিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস, হাঙ্গেরি, ইরানের GDP-র চেয়েও বেশি

ওয়ালটন পরিবার ফের বিশ্বের সবচেয়ে ধনী পরিবারে পরিণত হয়েছে। তাদের সম্পত্তির পরিমাণ ৪৩২ বিলিয়ন ডলার, যা গ্রিস, হাঙ্গেরি ও ইরানের GDP-র থেকেও বেশি।

ডাকঘর এজেন্টদের বড় স্বস্তি, এজেন্সি নবীকরণে শংসাপত্রের নিয়মে ছাড়

এজেন্সি নবীকরণে আর বাধ্যতামূলক নয় গেজেটেড অফিসারের শংসাপত্র, পোস্টমাস্টারের দেওয়া সার্টিফিকেটও গ্রহণযোগ্য বলে জানাল রাজ্য স্বল্প সঞ্চয় বিভাগ। মহিলাদের জন্য বিশেষ সুবিধাও ঘোষণা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে