ইউনিফাইয়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার থেকে আগের চেয়ে অনেক দ্রুত ইউপিআই লেনদেন করা যাবে। সোমবার, ১৬ এপ্রিল ২০২৫ থেকে ইউপিআই লেনদেনের গতি বাড়ানোর কথা ঘোষণা করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
এনপিসিআই জানিয়েছে, ইউপিআই লেনদেনের পুরো প্রক্রিয়া — অর্থাৎ টাকা পাঠানো থেকে লেনদেনের ‘স্ট্যাটাস’ পাওয়ার সময় এখন কমে হবে মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ড। আগে যেখানে এই প্রক্রিয়ায় সময় লাগত প্রায় ৩০ সেকেন্ড।
শুধু লেনদেনের সময় নয়, ইউপিআই আইডি ভেরিফিকেশনেও এসেছে গতি। এখন ১৫ সেকেন্ডের বদলে ১০ সেকেন্ডেই ভেরিফাই হয়ে যাবে ইউপিআই আইডি। এর ফলে লেনদেন আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে বলে আশা করছে এনপিসিআই।
তবে শুধু গতি নয়, ইউপিআই ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন একটি সীমাও। এবার থেকে দিনে সর্বাধিক ৫০ বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা যাবে ইউপিআই অ্যাপের মাধ্যমে। এখন অবধি এর কোনও নির্দিষ্ট সীমা ছিল না।
বর্তমানে দৈনন্দিন লেনদেনের একটি বড় অংশ ইউপিআই নির্ভর। প্রতি দিন কোটি কোটি টাকা লেনদেন হয় ইউপিআই-এর মাধ্যমে। এতে একসঙ্গে বিপুল সংখ্যক ব্যবহারকারী যুক্ত হন, ফলে মাঝে মাঝে সিস্টেমে অতিরিক্ত চাপ পড়ে। এই কারণে অনেক সময়েই লেনদেন বিলম্বিত হয় বা টাকা আটকে যায়।
এই সমস্যা দূর করতেই কেন্দ্রীয় সরকার ইউপিআই লেনদেনে গতি আনার পথে এগিয়েছে। এমন উদ্যোগে পরিষেবা যেমন আরও নির্ভরযোগ্য হবে, তেমনই গ্রাহকদের সন্তুষ্টিও বাড়বে বলে মত অর্থনৈতিক মহলের।