মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে নতুন করে শুল্ক যুদ্ধের ফলে ফের চূড়ান্ত অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব বাজারে। গত কয়েক সপ্তাহে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও, হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র চিনের মূল উৎপাদন খাতে শুল্ক বসানোয় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পালটা পদক্ষেপে বেইজিং-ও শুল্ক আরোপ করে। এর জেরে এক ধাক্কায় নামল ওয়াল স্ট্রিট—বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক কালের মধ্যে অন্যতম অস্থির এক সপ্তাহ পার করল মার্কিন শেয়ার বাজার।
বিশ্লেষকদের আশঙ্কা, এই বাণিজ্য যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বাজারে আরও ধস নামতে পারে। বিনিয়োগকারীদের মনে ফিরে এসেছে ২০১৮-১৯ সালের বাণিজ্য উত্তেজনার স্মৃতি।
ঠিক এই পরিস্থিতিতেই বহু বিনিয়োগকারী আশ্রয় নিচ্ছেন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট-এর দর্শনে। ২০২৫ সালের মার্চে তাঁর সম্পত্তির পরিমাণ ১৫৫ বিলিয়ন ডলার ছুঁয়েছে। বাজার চরম নড়বড়ে হলেও, দীর্ঘমেয়াদি বিনিয়োগে বিশ্বাসী বাফেট মনে করেন, “খারাপ খবরই বিনিয়োগকারীর সবচেয়ে বড় বন্ধু।”
২০০৮ সালের মন্দার সময় নিউ ইয়র্ক টাইমসে লেখা তাঁর বিখ্যাত ওপ-এড আজও বহু বিনিয়োগকারীর পথ দেখায়। সেখানে তিনি লিখেছিলেন, “যদি বাজার দশ বছরের জন্য বন্ধ হয়ে যায়, তবুও যে স্টক কিনে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কেবল সেটাই কেনা উচিত।”
বাফেটের এই ধৈর্যের ও সময়নির্ভর দৃষ্টিভঙ্গিই এখন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এখনকার মত ভয় আর উত্তেজনার সময়ে ‘লং টার্ম ভিশন’ই হতে পারে সবচেয়ে বড় রক্ষাকবচ।
বাজার ঘুরে দাঁড়াবে কিনা, তা সময় বলবে। কিন্তু যাঁরা বাফেটের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস রাখেন, তাঁরা জানেন—আস্থার সঙ্গে অপেক্ষা করাই এখন সবচেয়ে বড় ‘ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি’।