Homeশিল্প-বাণিজ্যবিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস,...

বিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস, হাঙ্গেরি, ইরানের GDP-র চেয়েও বেশি

প্রকাশিত

বিশ্বের শীর্ষ ধনকুবের পরিবার হিসেবে ফের একবার উঠে এল ওয়ালটন পরিবারের নাম। বিশ্বের বৃহত্তম খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের উত্তরসূরিদের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ₹৩৬.৯৯ লক্ষ কোটি টাকা। এই বিপুল অর্থ গ্রিস (₹২৫.৬৮ লক্ষ কোটি), হাঙ্গেরি (₹১৭.১২ লক্ষ কোটি) এমনকি ইরান (₹৩৪.২৪ লক্ষ কোটি) – এই তিনটি দেশের বার্ষিক GDP-র থেকেও বেশি।

১৯৬২ সালে স্যাম ওয়ালটন ও তাঁর ভাই বাড ওয়ালটনের হাত ধরে আমেরিকার ছোট্ট শহর আরকানসাস থেকে যাত্রা শুরু করেছিল ওয়ালমার্ট। বর্তমানে এটি একটি আন্তর্জাতিক খুচরো বিক্রয় সাম্রাজ্যে পরিণত হয়েছে, যার ১০,৭৫০টিরও বেশি স্টোর রয়েছে গোটা বিশ্বজুড়ে। শুধুমাত্র আমেরিকাতেই রয়েছে প্রায় ৪,৬০০টি স্টোর।

ওয়ালটন পরিবারের সম্পত্তি মূলত Walton Enterprises নামক একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, যা ইতিমধ্যে তিন প্রজন্ম ধরে বিস্তৃত এবং খুচরো বিক্রির বাইরেও নানা ক্ষেত্রে বিনিয়োগ করেছে।

২০২২ সালে তারা ৪.৭ বিলিয়ন ডলার খরচ করে NFL টিম ডেনভার ব্রঙ্কোস কিনে বিশ্বজুড়ে শিরোনামে আসে। এই বিপুল বিনিয়োগের নেতৃত্বে ছিলেন স্যাম ওয়ালটনের জামাতা গ্রেগ পেনার, যিনি বর্তমানে ওয়ালমার্টের চেয়ারম্যান।

ওয়ালটনদের সঙ্গে জড়িত স্ট্যান ক্রোনকি নামের আরেক প্রভাবশালী সদস্যও আছেন, যিনি বাড ওয়ালটনের মেয়ে অ্যান ওয়ালটনের স্বামী। তিনি আর্সেনাল (UK), LA Rams (NFL), Denver Nuggets (NBA) ও Colorado Avalanche (NHL)-এর মতো দলগুলির মালিক।

ধনসম্পদের আরেক নজরকাড়া চিত্র হলো ন্যান্সি ওয়ালটন লরির ৩০০ মিলিয়ন ডলারের (₹২,৫৬৮ কোটি) বিলাসবহুল প্রমোদতরী “Kaos”, যা এখন বিশ্বের বৃহত্তম প্রাইভেট ইয়ট, কোনো নারীর মালিকানাধীন হিসেবে।

ওয়ালটনদের পর অন্যান্য ধনী পরিবারগুলো হল:

  • আল নাহিয়ান পরিবার (UAE): ₹২৭.৫২ লক্ষ কোটি
  • আল থানি পরিবার (কাতার): ₹১৪.৬৫ লক্ষ কোটি
  • হার্মেস পরিবার (ফ্রান্স): ₹১৪.৫৩ লক্ষ কোটি
  • কচ পরিবার (USA): ₹১২.৬৫ লক্ষ কোটি
  • সৌদি রাজপরিবার: ₹১১.৯৩ লক্ষ কোটি
  • মার্স পরিবার (USA): ₹১১.৪০ লক্ষ কোটি
  • অম্বানি পরিবার (ভারত): ₹৮.৪৯ লক্ষ কোটি
  • ওয়ার্থেইমার পরিবার (ফ্রান্স – চ্যানেল): ₹৭.৫০ লক্ষ কোটি
  • থমসন পরিবার (কানাডা): ₹৭.৪২ লক্ষ কোটি

এই তালিকা থেকে স্পষ্ট যে, বিশ্ব অর্থনীতিতে ধনকুবের পরিবারের প্রভাব আগের তুলনায় অনেক বেড়েছে। আর ওয়ালটন পরিবার রয়েছে সেই প্রভাবের শীর্ষে।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

ইউপিআই লেনদেনে বাড়তি সুরক্ষা, পেটিএমে মোবাইল নম্বর থাকবে মাস্কড

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের মোবাইল নম্বর মাস্ক করার ফিচার আনল পেটিএম। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখে চালু হল পার্সোনালাইজড ইউপিআই আইডি।

ইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর কড়া নির্দেশিকা

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) লেনদেনে নয়া বিধিনিষেধ জারি করল এনপিসিআই। নিয়ন্ত্রণে আসছে ব্যালেন্স চেক, অটো পেমেন্ট সহ একাধিক এপিআই পরিষেবা। কার্যকর ১ অগস্ট থেকে।

ডাকঘর এজেন্টদের বড় স্বস্তি, এজেন্সি নবীকরণে শংসাপত্রের নিয়মে ছাড়

এজেন্সি নবীকরণে আর বাধ্যতামূলক নয় গেজেটেড অফিসারের শংসাপত্র, পোস্টমাস্টারের দেওয়া সার্টিফিকেটও গ্রহণযোগ্য বলে জানাল রাজ্য স্বল্প সঞ্চয় বিভাগ। মহিলাদের জন্য বিশেষ সুবিধাও ঘোষণা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে