সম্প্রতি দেশের বাজারে ভারতীয় ক্রেতাদের কথা ভেবে একটি জনপ্রিয় স্কুটারের নয়া আপডেটেড এডিশন আনল ইয়ামাহা। দেশের বাজারে 2025 Aerox 155 Version S মাক্সি স্কুটার লঞ্চ করা হয়েছে। Aerox 155 –এর নয়া আপডেটেড সংস্করণ প্রকাশ্যে নিয়ে এসেছে ইয়ামাহা। নতুন আপডেটেড এডিশনটিতে ইয়ামাহার স্মার্ট কি সিস্টেমের সুবিধা রয়েছে। এটির মাধ্যমে চাবি ছাড়াই স্কুটারটিকে স্টার্ট করা যাবে। মিলবে উন্নত নিরাপত্তার সুবিধাও।
নতুন আপডেটেড সংস্করণে স্কুটারের লুকস আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। স্কুটারটির এই ভার্সন এস সংস্করণটিতে গ্রাহকরা দুটি পেন্ট স্কিমের সুবিধা পাবেন। প্রথমটি রেসিং ব্লু ও দ্বিতীয়টি আইস ফ্লুয়ো ভার্মিলিয়ন। এর মধ্য়ে রেসিং ব্লু পেন্ট স্কিমটির সঙ্গে আপডেটেড গ্রাফিক্সের সুবিধা প্রদান করা হয়েছে। অপর পেন্ট স্কিমটি নতুন। এই আপডেটগুলির মাধ্যমে Aerox –এ আরও স্পোর্টিয়ার লুকসের সুবিধা প্রদান করা হয়েছে।
বেস ভার্সনে গ্রাহকরা আগামীতেও মেটালিক ব্ল্যাক রঙের পেন্ট স্কিমের সুবিধা পাবেন। তবে স্কুটারটির ইঞ্জিনের ডিজাইন অপরিবর্তিত রাখা হয়েছে। কোনও পরিবর্তন করা হয়নি। এই স্কুটারটিতে গ্রাহকরা একটি 155cc, লিকুইড কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের সুবিধা পাবেন। ইঞ্জিনটি 14.75 bhp শক্তি এবং 13.9 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি, মিলবে সিঙ্গল চ্যানেল এবিএস, একটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সুবিধাও।