heena sindhu

ওয়েবডেস্ক: মঙ্গলবারও কমনওয়েলথে ভারতের সাফল্য অব্যাহত। শুটিংয়ে সোনা ভারতের। সৌজন্যে হিনা সিধু। ২৫ মিটার পিস্তলে সোনা জিতলেন তিনি। গে্মসে ১১টি সোনা হয়ে গেল ভারতের।

অন্যদিকে গ্রুপের তৃতীয় ম্যাচে মালয়শিয়াকে ২-১ গোলে হারিয়ে হকির সেমিফাইনালে পুরুষ দল।

hockey

এ ছাড়াও বক্সিংয়ে অমিত ফাঙ্গাল এবং নমন তানওয়ার পৌঁছে গেলেন সেমিফাইনালে। ফলে দুটি ব্রোঞ্জ পদক ইতিমধ্যেই নিশ্চিত ভারতের।

তবে এর মাঝেও রয়েছে ব্যর্থতার খবর। শুটিংয়ের ৫০ মিটারের ফাইনালে উঠেও ব্যর্থ গগন নারাং।

তবে দিনের শেষের দিকে আরও একটা সুখবর এসেছে ভারতের জন্য। আরও একটা মেডেল নিশ্চিত করেছেন হুসামুদ্দিন মহম্মদ। তবে সেটা কোন মেডেল হয় সেটাই দেখার।

অন্য দিকে হকিতে সেমিফাইনালে উঠেছে ভারতের মহিলা দল। দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়েছে তারা।

বক্সিং-এ ষষ্ঠ মেডেলও নিশ্চিত হয়েছে ভারতের। ৯১ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন তিনি।

মহিলাদের ৪০০ মিটার দৌড়ের ফাইনালে উঠেছেন হিমা দাস।

অল্পের জন্য মেডেল হাতছাড়া হয়েছে মহম্মদ আনাস ইয়াহার। চারশো মিটার দৌড়ে চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here